Latest News

নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার প্রথম সরাসরি সাক্ষাত ২৭ সেপ্টেম্বর



এসবিএন ডেস্ক. ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সরাসরি সাক্ষাত হতে যাচ্ছে ২৭ সেপ্টেম্বর শুধু তাই নয় সব কিছু ঠিকঠাক থাকলে দিনে একই মঞ্চে দুইজন বক্তৃতা দিবেনজানা যায়, এই সময়ে বিশ্বের ১৯৩টি দেশের সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের সঙ্গে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেবেন দুই প্রতিবেশি রাষ্ট্রের প্রধানমন্ত্রীও ২৪ সেপ্টেম্বর শুরু হবে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলবে অক্টোবর পর্যন্ত জাতিসংঘ সূত্র জানায় ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ভারত ছাড়াও চীন রাশিয়ার দুই প্রধানমন্ত্রীরও বক্তৃতা দেওয়ার কথা সাধারণ অধিবেশনে জানা যায়, জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানের প্রস্তুতি শুরু করেছেন তারা এবারের অধিবেশনেও বাংলাদেশ বিশেষ গুরুত্ব পাবে বলেই মনে করছে স্থায়ী মিশন অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য বছরের মতো গুরুত্বপূর্ণ কাউন্টারপার্টদের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন বলেই জানিয়েছে সূত্র ভারতীয় নতুন প্রধানমন্ত্রীর সঙ্গেও সেখানে দ্বি-পাক্ষিক বৈঠক হতে পারে তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছে সূত্রটি উল্লেখ্য ২০১৩ সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাইড লাইনে দ্বি-পাক্ষিক বৈঠক করেন

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com