Latest News

মাহিদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে স্পেন তরুণ প্রজন্মের প্রতিবাদ সভা

সেলিম আলম, মাদ্রিদ: কেন্দ্রীয় বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য বিএনপি অন্যতম নেতা মাহিদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার করার নিন্দা জানিয়ে স্পেনে প্রতিবাদ সভা করেছে তরুণ প্রজন্ম নামক একটি সংগঠন গত আগষ্ঠ মাদ্রিদের স্থানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বিএনপি লেবাসধারী দুর্নীতিবাজ পদলোভী নেতাদের সমালোচনা করে বলেন, দলীয় হাই কমাণ্ড উপেক্ষা করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য যুক্তরাজ্য বিএনপি পরীক্ষিত নেতা দলের নিবেদিত প্রাণ মাহিদুর রহমানের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে; তাদের স্থান বিএনপি তে থাকতে পারে  না যারা দলের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য মাহিদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদেরকে দল থেকে বহিস্কারের জন্য তারেক রহমানসহ বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরুধ জানান স্পেন ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু জাফর রাসেলের সভাপতিত্বে সদস্য সচিব হুমায়ূন কবির রিগানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি মিনহাজুল আলম মামুন, স্পেন  যুবদলের সভাপতি রমিজ উদ্দিন, স্বেচ্চাসেবক দলের  সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন লুতফুর, নাজু ইসলাম, সানুর মিয়া সাদ, শফিকুল ইসলাম শাওন, সিপার, আকাশ ফাহমিদ প্রমুখ

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com