Latest News

বাহরাইনে ২ অবৈধ বাংলাদেশী মৃত্যু



এসবিএন ডেস্ক : বাহরাইনে দুর্ঘটনায় বিল্লাল হোসেন (৩২) ইউনুস শিকদার (৩৭) নামে বাংলাদেশি দুই শ্রমিক মারা গেছেন তারা কংক্রিট তৈরির একটি কারখানার কাজ করতেন দেশটির মুহারক শহরের হিদ এলাকায় একটি রেডি মিঙ কংক্রিট প্ল্যান্টে বৃহস্পতিবার দুর্ঘটনা ঘটে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বাহরাইনেরডেইলি ট্রিবিউন’-এর প্রতিবেদনে দুজনের মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হলেও বিস্তারিত পরিচয় জানানো হয়নি পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ টন ওজনের কংক্রিটের ব্লক বহনকারী একটি ক্রেন দুর্ঘটনাবশত স্তূপ করে রাখা কংক্রিটের ব্লকে আঘাত করলে তা শ্রমিকদের ওপর পড়ে এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়
একটি সূত্রের বরাত দিয়েট্রিবিউনলিখেছে, ওই দুই বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর অবৈধভাবে বাহরাইনে কাজ করে আসছিলেন

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com