Latest News

বিয়ে করেছেন সারিকা

এসবিএন ডেস্ক : অবশেষে বিয়ে করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকা।পুরান ঢাকার ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে মঙ্গলবার রাতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর উত্তরায় ৪ নম্বর সেক্টরে শ্বশুরবাড়িতে উঠেছেন সারিকা। সারিকা জানান, মঙ্গলবার পারিবারিকভাবে অনেকটা হঠাৎ করেই বিয়ে হয়েছে। বুধবার বিকেলে বনানীর একটি হোটেল তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলেও জানান।বিভিন্ন স্থির ও চলমান বিজ্ঞাপনে দুবছর মডেলিং করার পর ২০০৯ সালে টিভি নাটকে অভিনয় শুরু করেন সারিকা। আশুতোষ সুজনের পরিচালনায় ক্যামেলিয়ায় প্রথম অভিনয় করেন তিনি। এরপর থেকে দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন সারিকা।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com