Latest News

মাদ্রিদ আওয়ামীলীগের একাংশের শোক দিবস পালন



সেলিম আলম, মাদ্রিদ : ১৫ই আগষ্ট বাংলাদেশ বাঙ্গালী জাতির সবচেয়ে রিদয়বিদারক মর্মস্পশী শোক দিবস উপলক্ষে স্পেনের মাদ্রিদে আওয়ামীলীগ একাংশের  উদ্যোগে গভীর শোক দিবস পালিত হয়  গত ১৮ আগষ্ট  মাদ্রিদের স্থানীয় রেষ্টুরেন্টে অনুষ্টিত আলোচনা সভায় ভারপ্রাপ্ত  সভাপতি জাকির হুসেনের সভাপতিত্বে  সাধারন সম্পাদক আব্দুল গফুর ফরিদের পরিচালনায় বক্তব্য রাখেন,স্পেন আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুল ওয়াহিদ,সহ সভাপতি বদরুল ইসলাম মাষ্টার, আমান উল্লাহ বাদল, ফয়সল ইসলাম, বাহার উদ্দিন, সায়েম সরকার, মোখলেচুর রহমান, আক্তার হুসেন সহ আর অনেকে বক্তারা বলেন, মুক্তিযোদ্বের চেতনাকে ধ্বংস করার জন্য স্বাধীনতা বিরোধীরা  স্বপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যা করে, সেই  জগন্যতম হত্যাকান্ডের  বিচার কার্য আংশিক সম্পন্য করা হলেও আর যে খুনিরা এখন দেশের বাইরে অবস্থান করছে তাদেরকে শীঘ্রই দেশে এনে বিচার কার্য সন্মপন্ন করার উদ্যোগ  নিয়েছে সরকার । বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে সমস্ত বাংলাদেশের উন্নয়নের যোয়ার বয়ে আনছে তার ধারা বাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য সকলকে ঐক্য বদ্ব্যভাবে কাজ করার আহব্বান জানান ।বক্তারা ১৫ই আগষ্ট বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জিয়ার ভূয়া জন্ম দিন পালনের নিন্দা প্রকাশ করেন ।  পরিশেষে আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা বঙ্গ বন্দু শেখ মুজিবুর রহমান,মৌলানা ভাষানী শহীদ মরোয়ার্দী ওনাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়  
 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com