আগামী ১২ আগষ্ঠ, মঙ্গলবার, রাত ১০টায় কাতালোনিয়া (বার্সেলোনা) যুবলীগের উদ্যোগে স্পাইস ইন্ডিয়া রেষ্টুরেন্টে ( calle ronda sant pau 11) ঈদ পুনর্মিলনী সভা আয়োজন করা হয়েছে। পাশাপাশি ঐদিন আসন্ন জাতীয় শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হবে। ঈদ পুনর্মিলনী ও শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভায় কাতালোনিয়া যুবলীগের কর্মী, সমর্থক ও কার্যকরী পরিষদের সকল সদস্যদের উপ¯ি'ত থাকার জন্য সংগঠনের সভাপতি কাজী আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয় ও সাংগঠনিক সম্পাদক মুশারফ হোসেন জাহান অনুরোধ জানিয়েছেন। - বিজ্ঞপ্তি।