এসবিএন ডেস্ক: আলোচনা সভা ও জন্মদিনের কেক কেটে সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৬৯তম জন্মদিন পালন করেছে কাতালোনিয়া বিএনপি। গত ১৮ আগষ্ট নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপ¯ি'ত ছিলেন। এসময় বক্তারা খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে ও তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, স্বদেশ প্রেম নিয়ে আলোচনা করেন। কাতালোনিয়া বিএনপি’র সভাপতি নুর"ল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হার"নুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাতালোনিয়া বিএনপি’র প্রধান উপদেষ্টা মুক্তার আহমদ, সাধারণ সম্পাদক এমদাদুল হক লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার পাশা, ইজাজুল হক টিটু, জিয়া পরিষদের সহ সভাপতি ফরহাদ আহমেদ, সাধারণ সম্পাদক শাহ জাহান, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব আহমদ, ইলিয়াছ মুক্তি পরিষদের সহ সভাপতি শাহ জাহান আহমেদ, সাধারণ সম্পাদক এআর টিটু প্রমুখ। সভা শেষে খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটেন বিএনপি নেতৃবৃন্দ।