Latest News

মাদ্রিদে হবিগঞ্জ জেলাবাসীর উদ্যোগে সাংবাদিক অলি উল্লাহ নোমানের সংবর্ধনা

সেলিম আলম, মাদ্রিদ: দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি  অলি উল্লাহ নোমান এর স্পেন আগমন উপলক্ষে হবিগঞ্জ জেলাবাসীর উদ্যোগে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। গত ১১ আগষ্ঠ মাদ্রিদের ¯'ানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত এ সংবর্ধনা সভায় বক্তারা সাংবাদিক অলি উল্লাহ নোমানকে বাংলাদেশের এক সাহসী কলম সৈনিক আখ্যায়িত করে আরো বলেন, কেবল হবিগঞ্জ বা সিলেটের নয়; অলি উল্লাহ নোমান বাংলাদেশের মানুষের হৃদয়ে ¯'ান করে নিয়েছেন নির্ভিক সাংবাদিক হিসেবে। বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল আলমের সভাপতিত্বে  এবং মাহবুবুর রহমান ও আব্বাছ উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় সংবর্ধিত অতিথি হিসেবে আরো উপ¯ি'ত ছিলেন হবিগঞ্জের আরেক কৃতি সš-ান বিএনপি সৌদি আরব পশ্চিম অঞ্চলের সভাপতি আহমদ আলী মুকিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার। বক্তব্য রাখেন সাংবাদিক বকুল খান, সোহেল আহমদ সামসু, দবির তালুকদার প্রমুখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com