Latest News

বিয়ানীবাজার সরকারী কলেজে ক্লাস শুরু ছাত্রলীগ বহুদলের ভয়ে ছাত্র/ছাত্রীদের শ্বাসরুদ্ধকর পরিবেশ



সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার সরকারী (অনার্স) কলেজে গতকাল শনিবার একাদশ শ্রেণীর নবাগত ছাত্রছাত্রীদের নিয়ে ওরিয়েন্টেশনের মাধ্যমে শুরু হয়েছে ক্লাস। কলেজ জীবনের শুরুর অনাবিল আনন্দ ও উচ্ছ্বাস নিয়ে গতকাল কলেজে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত হলেও সবার মধ্যে ছিল উদ্বেগ উৎকণ্ঠা। কেননা এখানকার ছাত্রসংগঠনগুলোর হানাহানি ও বিদ্বেষমূলক অবস্থানের কারণে প্রতি বছর ওরিয়েন্টেশন ক্লাসের দিন নবাগত ছাত্রদের নিজ গ্রুপে ভেড়ানোকে কেন্দ্র করে শুরু হয় হানাহানি। অস্ত্রের ঝনঝনানি ও ছাত্রসংগঠন গুলোর সংঘাত সংঘর্ষে অশান্ত হয়ে উঠে পৌরশহরসহ গোটা উপজেলা। আর এনিয়ে চিন্তিত থাকতে হয় অভিভাবক ও উপজেলার সচেতন মহলকে। তবে আইনশৃংখলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে গতকাল কোন দলই সংঘাতে জড়াতে পারেনি। এদিকে বর্তমান ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অবস্থা বিয়ানীবাজার উপজেলায় অনেকটা নড়বড়ে থাকায় বেকায়দায় পড়েছে তারা। নিজেদের উপগ্রুপগুলোর মধ্যে সংঘাত সংঘর্ষের কারণেই তাদের এ অবস্থা। আর ক্ষমতার দ্বদ্ধ ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে দিন দিন বাড়ছে, গ্রুপ হচ্ছে সংঘাত সংঘর্ষ। একসময় উপজেলায় ছাত্রলীগ যেখানে দুগ্রুপে বিভক্ত ছিল সেখানে তারা ৬টি উপগ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। সর্বশেষ গতকাল শনিবার আরেকটি গ্রুপ আত্মপ্রকাশ করলো। আর এর অন্যতম কারণ নিজগ্রুপের কর্মীদের অবমূল্যায়ন, ক্ষমতা ও অভ্যন্তরীণ দ্বদ্ধ। যার কারণে উপজেলা ছাত্রলীগের অন্যতম গ্রুপ রিভারবেল্ট ( অপু গ্রুপ) দীর্ঘদিন থেকে বিপুল কর্মী বাহিনী নিয়ে কার্যক্রম চালালেও তাদের গ্রুপেরই অন্যতম নেতা আল আমিন- মাহমুদ ও মাছুম বক্স্রীসহ অনেক নেতাকর্মী এগ্রুপ থেকে পৃথক হয়ে নতুন গ্রুপ সৃষ্টি করেছেন। অঅর এর মাধ্যমেই  উপজেলা ছাত্রলীগ ৫টি উপগ্রুপ থেকে ৬টি গ্রুপে বিভক্ত হল।  তাছাড়া বিয়ানীবাজার উপজেলায় ছাত্রলীগের এসব উপগ্রুপগুলোর কারণে প্রতিনিয়িত ওরিয়েন্টেশন ক্লাসের এদিন আতংকে থাকতে হয় উপজেলাবাসীকে। সৃষ্টি হয় শ্বাসরুদ্ধকর পরিস্থিতির। আর ছাত্রলীগও বিরোধী ছাত্রসংগঠনগুলোর চেয়ে নিজ দলের গ্রুপগুলোকে প্রতিহত করতে তাদের মধ্যেই শুরু করে প্রতিযোগীতা। একে অপরকে প্রতিহত করতে আক্রমণ করে প্রতিপক্ষ গ্রুপের উপর। শুরু হয় অস্ত্রের ঝনঝনানি। নষ্ট হয়ে পড়ে উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি। তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় আইনশৃংখলা নিয়ন্ত্রণকারী বাহিনীকে। আর এ আশংকার কারণেই গতকাল শনিবার সিলেট থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে আসা হয় বিয়ানীবাজার উপজেলায়। তারা বিয়ানীবাজার সরকারী কলেজের ক্যাম্পাসে সকাল থেকে বিকেল পর্যন্ত কঠোর অবস্থান করার ফলে গতকাল বিয়ানীবাজারে কোন হানাহানি, আক্রমণ পাল্টা আক্রমণের ঘটনা ঘটেনি। রক্তে রঞ্জিত হননি কেউ। যার ফলে কোন মারামারি, হানাহানি ছাড়া শেষ হয় গতকাল শনিবারের বিয়ানীবাজার সরকারী অনার্স কলেজের নবাগত ছাত্রছাত্রীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস। আর ওরিয়েন্টেশন ক্লাস শুরুর আগে থেকেই বিয়ানীবাজার সরকারী কলেজ ক্যাম্পাসের নিজ নিজ অবস্থানে সকাল ১০টা থেকেই আসতে শুরু করেন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। ওরিয়েন্টেশন ক্লাস শেষ হওয়ার পরই নিজ নিজ অবস্থান থেকে তৎপর হয়ে উঠে তারা। তাদের মধ্যে অন্যতম হচ্ছে উপজেলা ছাত্রলীগের মুলধারা গ্রুপ, ছাত্রলীগ থেকে অব্যাহতিপ্রাপ্ত আহবায়ক জামাল হোসেন গ্রুপ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের পল্লব গ্রুপ, পাভেল গ্রুপ, রিভারবেল্ট গ্রুপের অপু-আমান  ও তাদের থেকে পৃথক হওয়া নতুন গ্রুপ আল আমিন-মাহমুদ গ্রুপ। অপরদিকে বিয়ানীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও দুভাগে বিভক্ত থাকায় তারাও পৃথক পৃথকভাবে মিছিল বের করে। এর একপক্ষে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদল নেতা মিছবাহ উদ্দিন ও অপরপক্ষে নেতৃত্ব দেন মুর্শেদ আলম বাবর। আর ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলায় একসময় অত্যন্ত দাপটের সাথে তাদের কার্যক্রম চালিয়ে কলেজ ক্যাম্পাস নিয়ন্ত্রণে রাখলেও গতকাল তাদের দেখা যায়নি। দেখা যায়নি বিগত দিনের আরেক প্রতাপশালী দল বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের কোন নেতাকর্মীকেও। আর এসুযোগে ছাত্রলীগ ও ছাত্রদলের সাথে পাল্লা দিয়ে ইসলামী ছাত্রসংগঠন ছাত্র জমিয়ত ও তালামীযে ইসলামও তাদের নেতাকর্মীদের নিয়ে কলেজ ক্যাম্পাসসহ পৌরশহরে মিছিল,বের করে। ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেও একে একে কলেজ ক্যাম্পাসসহ পৌরশহরের প্রধান প্রধান সড়কগুলো মিছিলে মিছিলে মুখরিত করে আবার কলেজ ক্যাম্পাসে এসে কার্যক্রম শেষ করে সব ছাত্রসংগঠনগুলো। তবে শেষ পর্যন্ত সংঘাত সংঘর্ষ  ছাড়াই ছাত্রসংগঠনগুলো তাদের কার্যক্রম শেষ করায় আতংক দুর হয়েছে উপজেলার সাধারণ মানুষের। দীর্ঘশ্বাস ফেলেছেন পৌরশহরের ব্যবসায়ীসহ বিয়ানীবাজার উপজেলার শান্তিপ্রিয় সাধারণ ও সচেতন মানুষেরা।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com