এসবিএন ডেস্ক : ইরানের ইউরোপ এবং আমেরিকা বিষয়ক উপ
পররাষ্ট্রমন্ত্রী তাখতে রাভাচি বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর
সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবে ইরান এবং এ বৈঠক সেপ্টেম্বরের পূর্ব নির্ধারিত বৈঠকে
আগেই অনুষ্ঠিত হবে। তিনি
বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের বাৎসরিক অধিবেশনের আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এবং ইউরোপীয় পররাষ্ট্র বিষয়ক
প্রধান ক্যাথারিন অ্যাশ্টনের মধ্যে এ বৈঠক হবে।
অবশ্য বৈঠকের সময়
এবং স্থান এখনো নির্ধারণ করা হয় নি বলে জানান তিনি।এ দিকে, বৃহস্পতিবার
পরমাণু বিষয়ে মতপার্থক্য দূর করার জন্য ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ
আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম
বার্নজ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হারফ ওয়াশিংটনে সাংবাদিকদের
বলেন, বৈঠক যে গঠনমূলক হয়েছে তা বলা যায়। বৈঠক সম্পর্কে
বিস্তারিত বিবরণ দেয়া হবে না বলেও জানান তিনি। জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানি
সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সর্বশেষ বৈঠক গত মাসের ১৭ তারিখে
ভিয়েনায় অনুষ্ঠিত হয়েছে এবং এরপর ইরান ও আমেরিকার মধ্যে এই প্রথম বৈঠক হলো।