Latest News

'সন্ত্রাসী দল' বিএনপির বিচার দাবি জয়ের

এসবিএন ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমি বার বারই বলে এসেছি, বিএনপি হলো সন্ত্রাসীদের দল। তাদের বিচারের সম্মুখীন করা প্রয়োজন। আজ শুক্রবার জয় তার ফেইসবুক পেইজে কথাগুলো লিখেছেন। 

জয় বলেন, 'বাঙালি জাতি এবং আমার পরিবারের ইতিহাসে আগস্ট একটি অন্ধকার মাস। ১৫ আগস্ট তারা হত্যা করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৭ আগস্ট তারা দেশের ৫০০ স্থানে একই সময়ে বোমা হামলার মাধ্যমে পুরো জাতির ওপর আক্রমণ চালিয়েছে। ২১ আগস্ট তারা আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। ভয়াবহ গ্রেনেড হামলার মাধ্যমে তারা আমাদের ২৩ জন কর্মীকে হত্যা করেছে, আহত করেছে ৪০০ এর বেশি জনকে।'
'এসব হামলার সঙ্গে জড়িতদের বিএনপি রক্ষা করার চেষ্টা করেছে অভিযোগ করে তরুণ এ তথ্য-প্রযুক্তিবিদ লিখেছেন, তারা ১৫ আগস্টের খুনিদেরকে ইনডেমনিটির মাধ্যমে ছেড়ে দিয়ে এবং বিদেশে চাকরি দেয়ার মাধ্যমে পুরস্কৃত করেছে।'  তিনি বলেন, "২১ আগস্টের হামলার পরিকল্পনাও হয়েছিলো খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের কার্যালয়ে, খালেদার রাজনৈতিক সচিব এর উপস্থিতিতে।"

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com