এসবিএন ডেস্ক : সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপি। অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও রাজপথে নেমে আন্দোলনের ঘোষণা দিয়েছেন। তবে
এরশাদের
এই
আন্দোলনের
নেপথ্যে
রয়েছে
বিএনপির
সরকার
পতনের
আন্দোলন
ঠেকানো।
সরকারের
পরামর্শেই
রাজপথ
দখল
করে
আন্দোলনের
নামছে
এরশাদের
দল। জাপা
সূত্রে
জানা
গেছে,
সরকারের
পরামর্শেই
রাজপথে
সক্রিয়
হচ্ছে
জাতীয়
পার্টি।
মূলত
বিএনপি
জোটের
আন্দোলন
ঠেকাতে
সক্রিয়
থাকবে
জাপা।
এমনকি
জাপার
রাজপথের
কর্মসূচিতে
সহায়তা
করবে
সরকার।
তবে
এই
আন্দোলন
হবে
সামাজিক
ইস্যুতে।
হত্যা,
গুম,
ফরমালিন,
নদী
দখল,
দ্রব্যমূল্যের
ঊর্ধ্বগতি
এমন
ইস্যুতে
রাজপথে
থাকবে
এরশাদের
জাপা। এদিকে
বুধবার
গাজায়
ইসরায়েলি
বাহিনীর
গণহত্যার
বিরুদ্ধে
দেশব্যাপী
বিশ্ব
জনমত
গঠনের
জন্য
মানববন্ধন
কর্মসূচি
করা
হবে।
এই
মানববন্ধন
মধ্য
দিয়েই
জাতীয়
পার্টি
রাজপথে
আন্দোলনের
যাত্রা
শুরু
করবে।
জাপা
সূত্রে
জানা
গেছে,
বুধবার
জাতীয়
প্রেস
ক্লাবের
সামনে
সমাবেশ
ও
মিছিলে
থাকবেন
এরশাদ।
জাতীয় পার্টিকে সক্রিয় বিরোধী ভূমিকায় রাজপথের কর্মসূচিতে জাতীয়
সংসদের
বিরোধী
দলের
নেতা
রওশন
এরশাদও
অংশ
নেবেন।
রওশন
এরশাদের
রাজনৈতিক
সচিব
গোলাম
মসীহ
বলেন,
স্যার
(এরশাদ)
ম্যাডাম
(রওশন)
পরামর্শ
করেই
আন্দোলনের
কর্মসূচি
দেবেন।
ম্যাডাম
নিজেও
কর্মসূচি
সফল
করতে
রাজপথে
থাকবেন। কবে
রাজপথে
নামবে
জাতীয়
পার্টি?
এমন
প্রশ্নের
জবাবে
জাতীয়
পার্টির
প্রেসিডিয়াম
সদস্য
ও
এরশাদের
প্রেস
অ্যান্ড
পলিটিক্যাল
সেক্রেটারি
সুনীল
শুভরায়
জানান,
যখন
কোনো
ইস্যু
থাকবে,
তখনই
আন্দোলন
হবে।
তবে
আন্দোলন
হবে
অহিংস,
কোনো
সময়ই
হরতাল,
অবরোধসহ
জনদুর্ভোগ
হয়
এমন
কর্মসূচি
থাকবে
না। আন্দোলন
প্রসঙ্গে
জাতীয়
পার্টির
মহাসচিব
মন্ত্রী
জিয়াউদ্দিন
আহমেদ
বাবলু
বলেন,
‘পল্লীবন্ধু
এরশাদের
নির্দেশে
গাজায়
গণহত্যার
প্রতিবাদে
আমরা
রাজপথে
প্রতিবাদ
করবো।
এছাড়া
জনগণের
অধিকার
আদায়ে
আন্দোলন রাজপথে
থাকবে
জাতীয়
পার্টি।’ জাপার
অপর
একটি
সূত্র
জানিয়েছে,
সরকারবিরোধী
ভূমিকা
জোরদার
করতে
প্রয়োজনে
মন্ত্রিপরিষদ
থেকেও
জাতীয়
পার্টির
কোনো
কোনো
মন্ত্রী
পদত্যাগ
করতে
পারেন।
এদিকে
এসব
বিষয়
নিয়ে
দফা
দফায়
বৈঠক
করেছেন
জাপার
মন্ত্রীরা।
জাতীয়
পার্টির
মন্ত্রীরা
পদত্যাগ
করলেই
জনসম্মুখে
সক্রিয়
বিরোধী
ভূমিকা
প্রমাণিত
হবে,
কমবে
বিএনপির
আন্দোলনের
জনসমর্থন। এ
ব্যাপারে
এরশাদের
প্রচার
বিষয়ক
উপদেষ্টা
রিন্টু
আনোয়ার
বলেন,
‘আমারা
বিরোধী
দলে
আছি।
আমাদের
ভূমিকা
দেশের
মানুষ
দেখতে
চায়,
এতে
বিএনপির
কী
করবে,
কী
হবে
এটা
বিষয়
নয়।
এরশাদ
কোনো
কর্মসূচি
দিলেই
আলোচনায়
আসে,
নানান
কথা
হয়।
কিন্তু
বিরোধী
দল
হিসেবে
আগামী
দিনে
জণগণের স্বার্থে
রাজপথে
নেমে
প্রতিবাদ
করবো।’