Latest News

জনমত জরিপ: যুদ্ধে বিজয়ী হতে পারেনি ইসরাইল



এসবিএন ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের বেশিরভাগ মানুষ মনে করে গাজায় আগ্রাসন চালিয়ে বিজয়ী হতে পারেনি তেল আবিব সাম্প্রতিক এক জরিপ থেকে তথ্য উঠে এসেছে ইসরাইলের প্রভাবশালী দৈনিক পত্রিকা হারেৎজ পরিচালিত জরিপে দেখা গেছে- শতকরা ৫৪ ভাগ মানুষ মনে করছে যে, ইসরাইল পরিষ্কার বিজয় অর্জন করতে ব্যর্থ হয়েছে গত মঙ্গলবার মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে এবং গাজায় ৫০ দিনব্যাপী যুদ্ধের অবসান হয়েছে এরপর ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করছেন, যুদ্ধের মাধ্যমে গাজাভিত্তিক হামাসের ওপর তেল আবিব বড় সফলতা পেয়েছে কিন্তু হারেৎজ পত্রিকার জরিপ নেতানিয়াহুর সেই দাবির সম্পূর্ণ বিপরীত চিত্র দিচ্ছে যুদ্ধবিরতি মেনে নেয়ার পরপরই নেতানিয়াহুর সরকার ইসরাইলের ভেতরে মারাত্মক রকমের চাপের মুখে পড়েছে ইসরাইলের জোট সরকারের শরীকরা গণমাধ্যম চরম হতাশা প্রকাশ করেছে ইসরাইলের ওই চুক্তি মানার কারণে

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com