.jpg)
এসবিএন
ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির
দায়ে গাজা উপত্যকায় ১৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের শীর্ষ পর্যায়ের তিন কমান্ডার শহীদ হওয়ার একদিন পর এই মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। ফিলিস্তিনের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, আজ (শুক্রবার) সকালে
গাজা শহরের পুলিশ হেডকোয়ার্টারে
মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সূত্র জানায়, ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে আগেই গাজার বিভিন্ন আদালত অভিযুক্তদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল এবং আইনী প্রক্রিয়া শেষ হওয়ার পরই তাদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে। ইসরাইলকে সহায়তার দায়ে গতকালও তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে হামাস। ইসরাইল দাবি করছে- সাম্প্রতিক বছরগুলোতে হামাসের সামরিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে শহীদ তিন কমান্ডারের গুরুত্বপূর্ণ
ভূমিকা ছিল।
এদিকে, ইসরাইলি
বিমান হামলায় গত ২৪ ঘন্টায় শিশুসহ অন্তত ৩০ ফিলিস্তিনি শহীদ ও বহু মানুষ আহত হয়েছেন।