Latest News

স্পেন বিএনপি’র ঈদ পুনমির্লনী ও সংবর্ধনা আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্পেন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী এবং সৌদী আরব পশ্চিম অঞ্চল বিএনপি’র সভাপতি আহমদ আলী মুকিব ও দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমান এর স্পেন আগমন উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। আজ ১১ আগষ্ঠ, সোম বার, সন্ধ্যা ৯টায় মাদ্রিদে বাংলাদেশ এসোসিয়েশনের হলর"মে এ ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে।    বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপ¯ি'ত থাকার জন্য স্পেন বিএনপি’র সভাপতি খোরশেদ আলম মজুমদার ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম পঙ্কী অনুরোধ জানিয়েছেন।   বিজ্ঞপ্তি।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com