Latest News

আমেরিকায় হামলা করার মহড়া চালাল রাশিয়া



এসবিএন ডেস্ক : রাশিয়ার কৌশলগত বোমারু বিমান মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা করার মহড়া চালিয়েছে বলে ওয়াশিংটন অভিযোগ করেছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, দুটি রুশ জঙ্গি বিমান এক প্রশিক্ষণ মিশনে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকায় হামলা চালানোর কৌশল পরীক্ষা করেছে মার্কিন প্রতিরক্ষা বিষয়ক ওয়েব সাইট- ওয়াশিংটন ফ্রি বিকন সোমবার জানিয়েছে, দুটি রুশ টিইউ-৯৫ বোমারু বিমানকে গত সপ্তাহে উত্তর আটলান্টিক মহাসাগরের আইসল্যান্ড, গ্রিনল্যান্ড কানাডার উত্তর-পূর্ব অংশের একটি রুটে উড়তে দেখা গেছে পশ্চিমা দেশগুলোর নেতারা যখন ব্রিটেনের ওয়েলসে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন করছিলেন তখন ঘটনা ঘটে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তা বলেছেন, জঙ্গি বিমানগুলোর গতিবিধি পর্যালোচনা করলে বোঝা যায়, এগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পরমাণু অস্ত্রবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুশীলন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্দার্ন কমান্ড নর্থ আটলান্টিক অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডের একজন মুখপাত্র বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়া আমেরিকার মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে রয়েছে তখন মহড়া চালাল মস্কো যুক্তরাষ্ট্রের নর্দার্ন কমান্ড বলেছে, গত ছয় মাসে রাশিয়ার কৌশলগত বোমারু বিমানগুলোর উড্ডয়নের মাত্রা বেড়ে গেছে

 গত মাসে মার্কিন সেনাবাহিনী জানিয়েছিল, রুশ বোমারু বিমানগুলো ১০ দিনের ব্যবধানে অন্তত ১৬ বার আমেরিকার উত্তর-পশ্চিমাঞ্চল এবং কানাডার আকাশ প্রতিরক্ষা জোনের মাঝামাঝি এলাকার আকাশসীমা লঙ্ঘন করেছে ছাড়া, গতমাসেই মার্কিন স্ট্রাটেজিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল সেসিল হানি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের আকাশসীমার কাছে রুশ বোমারু বিমানগুলোর তৎপরতা বেড়ে যাওয়ায় তিনি উদ্বিগ্ন

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com