এসবিএন
ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কাঠ নর্থেম কাপ শহরে চাঁদা না পেয়ে মো. মামুন (৪০) নামে এক বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মামুন নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সফিপুর গ্রামের হাজী আব্দুল মজিদের ছেলে। তিনি ৫ ভাই-বোনের মধ্যে সবার বড়। নিহত মামুনের ছোট ভাই রনি গণমাধ্যমকে জানান, প্রায় ১৫ বছর আগে পরিবারের স্বচ্ছলতা আনতে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তিনি। আফ্রিকার কাঠ নর্থেম কাপ নামক শহরে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন মামুন। গত কয়েকদিন আগ থেকে স্থানীয় সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে দফায় দফায় চাঁদা দাবি করেন। তারই সূত্র ধরে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে পুনরায় চাঁদা দাবি করে। কিন্তু মামুন চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীদের সাথে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা মামুনকে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে গলা কেটে হত্যা করে। দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর মামুন হত্যার বিষয়টি নিশ্চিত করেন ৫নং বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান সলিম উল্যা বাহার হিরণ। নিহত মামুনের মা জাহানারা বেগমসহ পরিবারের সদস্যরা মামুনের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দফতরের সহযোগিতা কামনা করেন।