Latest News

দলের প্রতিষ্টা বার্ষিকীতে নিরব বিয়ানীবাজার উপজেলা বিএনপি আহবায়কদের যোগ্যতা নিয়ে প্রশ্ন ?



সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৬ তম প্রতিষ্টা বার্ষিকীতে নিরব ছিল বিয়ানীবাজার উপজেলা বিএনপি। প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে দলটির পক্ষ থেকে নেয়া হয় কোন কর্মসূচী। ছিল না কোন আলোচনা সভাও। যার জন্য উপজেলা ও পৌরসভার দায়িত্বশীল আহবায়কদের যোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমুলের নেতাকর্মীরাও। তাদের প্রশ্ন,এরকম আহবায়কদের দিয়ে কিভাবে সামনে এগিয়ে যাবে স্বাধীনতার ঘোষক ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া এ দলটি। আর কিভাবেই বা তারা উপজেলায় সরকার বিরোধী আন্দোলন জোরদার করবেন। যেখানে দলের প্রতিষ্টা বার্ষিকীতে একটি মাত্র আলোচনা সভাও তারা আয়োজন করতে পারলেন না। তবে উভয় আহবায়কই দেখিয়েছেন ভিন্ন ভিন্ন অজুহাত। উপজেলা আহবায়ক বলেছেন, ইউনিয়ন কমিটি নিয়ে ব্যস্ত সেজন্য প্রতিষ্টা বার্ষির্কীতে কোন কর্মসূচী দিতে পারিনি। আর পৌর আহবায়ক বলেছেন, ব্যক্তিগত সমস্যার কারণে দলীয় কোন কর্মসূচী দেইনি। জানা যায়, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৬ তম প্রতিষ্টা বার্ষিকী ছিল গতকাল সোমবার। দিনটি উপলক্ষ্যে দলটির পক্ষ থেকে নেয়া হয় বিভিন্ন কর্মসূচী। সারা দেশের ন্যায় সিলেটসহ জেলার প্রতিটি উপজেলায়ও প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে পালিত হয়েছে নানা কর্মসূচী। কিন্তু ব্যতিক্রম শুধু বিয়ানীবাজার উপজেলা বিএনপি। এখানে দলটির পক্ষ থেকে নেয়া হয়নি কোন কর্মসূচী। ছিলনা ছোট পরিসরে কোন আলোচনা সভাও।  যার কারণে ক্ষুদ্ধ দলটির উপজেলা, পৌর ও তৃণমুলের সকল নেতাকর্মী। তাদের প্রশ্ন,যেখানে বিগত সময়ে অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে দলটির প্রতিষ্টা বার্ষির্কী পালন করা হতো নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সেখানে কেন এবার তা করা হলো না। আর তা করতে না পারলেও অনন্ত কেন একটি আলোচনা সভাও করলেন না দলের দায়িত্বশীলরা ?  এব্যাপারে দলটির দায়িত্বশীল দুই নেতা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,আমরা বিগত সময়ে বিয়ানীবাজারে নানা আয়োজনের মাধ্যমে দলের প্রতিষ্টা বার্ষিকী পালন করেছি। তখন উপজেলা বিএনপি দুভাগে বিভক্ত এবং সরকারী বাহিনীর নানা চাপ থাকা সত্ত্বেও আমরা পিছপা হইনি। আমরা স্ব স্ব উদ্যোগে দিবসটি পালন করেছি। কিন্তু এখন তো দলে কোন গ্রুপিং নেই। তাছাড়া কেন্দ্র থেকে তো উপজেলা ও পৌরসভায় আহবায়ক কমিটি করে দেয়া হয়েছে দলকে শক্তিশালী করতে। তবে কি আহবায়করা উদাসীন দলের প্রতিষ্টা বার্ষিকী পালনে। আর তা না হলে তারা উভয়েই কেনই বা একটি আলোচনা সভাও করতে পারলেন না প্রতিষ্টা বার্ষিকীতে। এদিকে বিএনপির ভিন্ন একটি সূত্রে জানা যায়, কেন্দ্র থেকে ঘোষিত উপজেলা বিএনপির আহবায়ক জিয়াউল বারী চৌধুরীকে নিয়ে ক্ষুদ্ধ দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। কেননা জিয়াউল বারীর সাথে যোগাযোগ নেই দলের বেশির ভাগ নেতাকর্মীর। তাছাড়া তিনি পাশ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার নিকটবর্তী ও বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়নের বাসিন্দা হওয়ায় তিনি বিয়ানীবাজার বিমূখ হিসেবে পরিচিত। বিয়ানীবাজারের তেমন একটা আনাগোনা নেই তার। যার জন্য দলের বেশির ভাগ নেতাকর্মীরাও তাকে চিনেন না। তাদের অভিমত, উপজেলার আহবায়ক যদি বিয়ানীবাজার পৌরশহরের বাসিন্দা হতেন তাহলে দল শক্তিশালী হতো কার্যক্রমও বেগবান হতো। কিন্তু জিয়াউল বারী চৌধুরীকে আহবায়ক করায় দলটি আরো দূর্বল হয়ে পড়েছে। আর পৌর আহবায়ক ময়নুল ইসলামকে তো কখনো বিএনপির কোন কর্মসূচীতেই দেখেনি বিএনপি ও অঙ্গসংগঠনের কোন নেতাকর্মী। তিনি বরাবর তার ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত। আর এরকম একজন রাজনীতি বিমূখ মানুষকে বিএনপির পৌর আহবায়ক করায় প্রশ্ন দেখা দিয়েছে সবার মনে। তাদের প্রশ্ন,বিয়ানীবাজারে বিএনপি কি আদৌ শক্তিশালী হবে নাকি সুকৌশলে কারো প্ররোচনায় বিএনপিকে দূর্বল করে দেয়া হচ্ছে। আর তা যদি হয় তাহলে সরকারী বিরোধী আন্দোলনে অনেকটা বেগ পেতে হবে বিয়ানীবাজার উপজেলা বিএনপিকে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিয়ানীবাজার উপজেলা বিএনপির পৌর আহবায়ক ময়নুল ইসলাম বলেন, আমি ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম আর পৌর নেতৃবৃন্দের কিছুটা সমস্যা থাকার কারণে দলের প্রতিষ্টা বার্ষিকী পালন করতে পারিনি। তবে কি এটা দলের প্রতি উদাসীনতা বা দলের দূর্বল অবস্থান নয় এরকম প্রশ্নে তিনি বলেন, এটা আপনি বলতে পারেন। এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি। আর উপজেলা বিএনপির আহবায়ক জিয়াউল বারী চৌধুরী বললেন, আমি ইউনিয়ন কমিটি নিয়ে ব্যস্ত সময় পার করছি। প্রতিদিন প্রায় দলকে শক্তিশালী ও একত্রিত করতে কাজ করে যাচ্ছি। যার জন্য এখন বিয়ানীবাজার বিএনপির কোন গ্রুপিং নেই। আমি গ্রুপিংয়ের রাজনীতি দূর করে দিতে চাই। আর সে ক্ষেত্রে আমি অনেকটা সফল হয়েছি। যার জন্য দলের প্রতিষ্টা বার্ষিকী পালন করা সম্ভব হয়নি। তবে আগামীতে দলের সকল কর্মসূচী স্বতস্ফুর্তভাবে পালন করা হবে বলে তিনি জানান।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com