এসবিএন ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের
কারাগারে এক সহবন্দির রহস্যজনক
মৃত্যুর প্রতিবাদে হাজার হাজার
ফিলিস্তিনি বন্দি অনশন
ধর্মঘট শুরু করেছেন। ফিলিস্তিনি সূত্রগুলো
জানিয়েছে, ইসরাইলি কারাগারে আজ
(বুধবার) থেকে প্রায় সাত
হাজার ফিলিস্তিনি বন্দি অনির্দিষ্টকালের
অনশন ধর্মঘট শুরু করেছে। গতকাল (মঙ্গলবার) দখলদার
ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় ‘বিরসেবা’ শহরের
ইশেল কারাগারে ফিলিস্তিনের ৩৫
বছর বয়সী বন্দি রায়েদ
আব্দুস সালাম আল জাবারি
রহস্যজনকভাবে মারা গেছেন। ইসরাইলি কর্তৃপক্ষ
বলছে, ওই বন্দি আত্মহত্যা
করেছেন। কিন্তু
ফিলিস্তিনিরা বলেছেন, আল-জাবারি
আত্মহত্যা করতে পারেন না। ইসরাইলি কর্তৃপক্ষ
তাকে হত্যা করেছে। মানবাধিকার সংগঠনগুলো
এ
বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি
করেছে। রামাল্লাহ ভিত্তিক বন্দি
ক্লাবের পরিচালক কাদুরা ফেয়ারস
বলেছেন, বন্দির মৃত্যুর বিষয়ে
ইসরাইল যে দাবি করছে,
তা
বিশ্বাসযোগ্য নয়। এ বিষয়ে
আন্তর্জাতিক তদন্ত করতে
হবে। গত
জুলাইয়ে আল-জাবারিকে আটক
করে ইসরাইলি বাহিনী। কিন্তু কী
অপরাধে তাকে আটক করা
হয়েছে, তা এখনো স্পষ্ট
নয়।