Latest News

‘যুদ্ধের পর ৩০ ভাগ মানুষ ইসরাইল ছাড়তে চায়’



এসবিএন ডেস্ক : হামাসের সঙ্গে যুদ্ধের পর শতকরা ৩০ ভাগ মানুষ ইহুদিবাদী ইসরাইল ছেড়ে চলে যেতে চাইছে। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। জনমত জরিপে অংশ নেয়া লোকজনের বরাত দিয়ে ইসরাইলের চ্যানেল টু টেলিভিশন জানিয়েছে, ইসরাইলের এসব মানুষ আরেকটা যুদ্ধ দেখার মতো অবস্থায় নেই। ইসরাইলি গণমাধ্যম পরিচালিত এ জরিপে দেখা গেছে, গত ছয় বছরে তিনটি যুদ্ধ দেখার পর লোকজন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে চলে যাওয়ার কথা চিন্তা করছে। তবে এ জনমত জরিপে বলা হয় নি কতজন এতে অংশ নিয়েছিল। কিছুদিন আগের এক গবেষণা রিপোর্টে বলা হয়েছে- গত দুই দশকে অধিকৃত ভূখণ্ড থেকে অন্তত দশ লাখ ইসরাইলি চলে গেছে। অর্থনৈতিক বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অব্যাহত সহিংসতা ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে ইসরাইল থেকে মধ্যবিত্ত লোকজনের দেশ ছাড়া এখন কোনো লজ্জার বিষয় নয়।

 সম্প্রতি যেসব লোক চলে গেছে তারা অকপটেই বলেছে, ভয়াবহ নিরাপত্তাহীনতা ও জীবনযাত্রার উঁচু মাত্রার খরচের কারণে তারা ইসরাইল ছেড়েছে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com