এসবিএন ডেস্ক : ফিলিস্তিনি জাতীয়
ঐক্য সরকার এ পর্যন্ত
৮০টি দেশকে গাজা
সম্মেলনে যোগ দেয়ার জন্য
আমন্ত্রণ জানিয়েছে।
ফিলিস্তিনি জাতীয় ঐক্য
সরকারের উপ প্রধানমন্ত্রী মুহাম্মাদ
মুস্তাফা এ কথা জানিয়েছেন। আগামী ১২
অক্টোবর মিশরের রাজধানী কায়রোয়
আন্তর্জাতিক এ সম্মেলন
অনুষ্ঠানের কথা রয়েছে। কায়রোয় অনুষ্ঠিত
আরব লীগের অর্থনৈতিক ও
সামাজিক পরিষদের বৈঠকে শেষে
এক
বিবৃতিতে মুহাম্মাদ মুস্তাফা এ
কথা জানান।
তিনি বলেন, ফিলিস্তিনের জাতীয়
ঐক্য সরকার গাজাকে পুনর্গঠনের
বিষয়ে তিন ধাপের পরিকল্পনা
নিয়েছে যা বাস্তবায়ন হবে
আগামী পাঁচ বছরে। কায়রোয় গাজা
পুনর্গঠন বিষয়ক সম্মেলনে আন্তর্জাতিক
সম্প্রদায়ের কাছে এ
পরিকল্পনা পেশ করা হবে
বলেও তিনি জানান। ফিলিস্তিনের উপ
প্রধানমন্ত্রী জানান, ইহুদিবাদী
ইসরাইলের বর্বর আগ্রাসনে গাজার
শিল্পাঞ্চল ও তার
পার্শ্ববতী এলাকা সম্পূর্ণ
ধ্বংস হয়েছে।
তিনি বলেন, যুদ্ধবিরতির পর
গাজার বিরাট সংখ্যক মানুষ
নিজেদের ঘর-বাড়িতে ফিরতে
পারলেও এখনো প্রায় ২০,০০০
পরিবারের এক লাখ মানুষ
ঘর-বাড়ি
ছাড়া রয়েছে।
এসব মানুষকে ঘর-বাড়িতে
ফেরার ব্যবস্থা করার জন্য
সবার আগে কাজ করা
হচ্ছে বলে জানান মুহাম্মাদ
মুস্তাফা।