এসবিএন
ডেস্ক : বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বন্টন চুক্তি করার জন্য ভারত সরকার উদ্যোগ নিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সোমবার দিল্লির জওহর ভবনে আয়োজিত তার প্রথম সংবাদ সম্মেলনে এ কথা জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের একশ' দিন পূর্তি উপলক্ষে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সুষমা স্বরাজ বলেন, আমি যখন ঢাকায় গিয়েছিলাম তখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে বলে এসেছিলাম দিল্লি ফিরেই এ বিতর্কিত বিষয় সমাধানে উদ্যোগ নেব। এখন সেই উদ্যোগ নিয়েছি।
আগামী ২০ সেপ্টেম্বর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ পরামর্শ কমিটির বৈঠকে সুষমা স্বরাজ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও সিকেমের মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের সঙ্গে কথা বলবেন বলে সরকারি সূত্র জানায়। তিস্তা নদী সিকিম থেকে উৎসারিত হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে।
সংবাদ সম্মেলনে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় ও স্থল সীমান্ত চুক্তি প্রটোকল বাস্তবায়ন নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, এ বিষয়ে সংবিধান সংশোধনী বিলটি ভারতের রাজ্যসভায় উত্থাপিত হয়েছে। গত ৩১ ডিসেম্বর বিলটি লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে গঠিত স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়েছে। ভারতে নতুন সরকার গঠনের পরে স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠিত হয়েছে। সেখানে এখন রাজনৈতিক আলোচনা চলছে। সেই রিপোর্ট জমা পড়ার পর কেন্দ্রীয় সরকার বিলটি নিয়ে সিদ্ধান্ত নেবে।
ভারতে বিজেপি সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ সম্পর্কে নীতির কোনো পরিবর্তন হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে সুষমা স্বরাজ বলেন, সাধারণত সরকার পরিবর্তন হলেও ভিন্ন দেশের সঙ্গে চুক্তির বিষয়ে আগের সরকারের নীতির কোনো পরিবর্তন হয় না।
উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ঢাকায় আলোচনার সময় তিনি বিষয়টি উত্থাপন করেছেন। বাংলাদেশ সরকার সেটা বিবেচনা করছে। তবে এ নিয়ে কোন সময়সীমা নির্দিষ্ট হয়নি।