Latest News

‘ট্রি অব পিস’ পেলেন প্রধানমন্ত্রী



এসবিএন ডেস্ক. প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষা উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে গতকাল ইউনেস্কোর বিশেষ স্মারক পেয়েছেন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৪ উপলক্ষে গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেট্রি অব পিসশিরোনামের এই স্মারকটি হস্তান্তর করেন শেখ হাসিনা স্মারকটি গ্রহণ করে বলেন, তিনি দেশের সব নারী শিশুর জন্য আত্মোৎসর্গ করবেন
ইউনেস্কোর মহাপরিচালক স্মারকটি হস্তান্তর করার আগে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে একজন জোরালো বক্তা রাজনৈতিক নারীর ক্ষমতায়নের জন্য তিনি দৃঢ়প্রতিজ্ঞ। ইউনেস্কো মহাপরিচালক বোকোভা বলেন, ইউনেস্কো শুধু আপনার ঘনিষ্ঠ বন্ধুই নয়, বিশেষ করে ২০১১ সালে নারী শিক্ষার জন্য আন্তর্জাতিক অংশীদারিত্ব উদ্বোধনে আমার সাথে যোগ দেয়ায় আমি তাকে বিশেষভাবে সম্মান করি  প্রধানমনন্ত্রী শেখ হাসিনার নেতৃতের প্রশংসা করে এবং তাকে সাহসী নারী হিসবে অভিহিত করে তিনি বলেন, নারী কন্যাশিশুর ক্ষমতায়নে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্ব মঞ্চের এক জোরালো কণ্ঠ  তিনি বলেন, বাংলাদেশ গ্লোবাল এডুকেশন ফাস্ট ইনিশিয়েটিভের একটি চ্যাম্পিয়ন দেশ হয়েছে তিনি বলেন, সমঝোতা শান্তি এবং স্বাধীনতার প্রতীক হিসেবেট্রি অব পিসপ্রদানের মাধ্যমে আপনার অবদানের স্বীকৃতি দেয়া হলো  শেখ হাসিনা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৪ উপলক্ষে দিনব্যাপী গার্লস অ্যান্ড ওমেন লিটারেসি অ্যান্ড এডুকেশন, ফাউন্ডেশন ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্টশীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন ইউনেস্কোর সহায়তায় বাংলাদেশ সরকার এই কর্মসূচির আয়োজন করে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী, ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা, বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ান ইয়াং এবং চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স কিউইউ গুংঝো বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানে মন্ত্রী, সচিব, কূটনীতিকবর্গ, শিক্ষাবিদ এবং উচ্চপদস্থ বেসামরিক সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com