Latest News

মাদ্রিদে গ্রেটার সিলেট এসোসিয়েশনের বনভোজন

সেলিম আলম, মাদ্রিদ:  দেশীয় সংস্কৃতি লালনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ বৃদ্ধি, নবীন- প্রবীণ সুসম্পর্ক স্থাপন আর যান্ত্রিক প্রবাস জীবনের ক্লান্তিকে সাময়িক দূরে ঠেলে আনন্দ বিনোদনের জন্য গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন আয়োজন করে বার্ষিক বনভোজন। গত ১৪ সেপ্টেম্বর মাদ্রিদের  রিতিরিও পার্কে অনুষ্টিত এ বনভোজনে বাংলাদেশী  কমিউনিটির তিন শ’র অধিক লোক অংশগ্রহণ করেন।
 গ্রেটার সিলেট এসোসিয়েশনের এ বনভোজনে ছিল শিশু- কিশোর, মহিলা-পুরুষদের নিয়ে দেশীয় বিভিন্ন খেলাধূলার প্রতিযোগিতা। বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় আকর্ষণীয় পুরস্কার। সঙ্গে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনা সবাই উপভোগ করেন। আয়োজক সংগঠনের সভাপতি আল মামুন, সাধারন সম্পাদক সিপার আহমেদ, ক্রীড়া সম্পাদক ফজির আলী নাদিমসহ কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠিত এ বনভোজনে অংশগ্রহণ করে সমবেতরা খুব খুশি।
নিয়মিত প্রতিবছর এমন আয়োজনের কথাও জানালেন সংগঠনের নেতৃবৃন্দ। এ বনভোজনের মাধ্যমে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্ম বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণা পেয়েছে বলেও আয়োজকরা মনে করছেন। এ বনভোজনকে সার্থক করছে সহযোগিতা করেন সাংবাদিক সেলিম আলম, হুমায়ুন কবির রিগান, আব্দুল কাইয়ম সেলিম, সুহেল আহমেদ সামসু, আব্দুল হামিদ  সনজু ,  লুৎফুর রহমান,  জুসনা বেগম, তাকমিনা আলম, জাফরুল ইসলাম,  দবির তালুকদার, হাবিবুর রহমান, বাবলু, আকাশ, সিফার, সাদ প্রমূখ।  কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিনহাজুল আলম মামুন, বিশিষ্ট মুরব্বী আবুল খায়ের, ব্যবসায়ী সৈয়দ আশফাক আহমেদ, জালাল উদ্দিন, নুর মিয়া, জগলু হোসাইন, একেএম জহিরুল ইসলাম, জহিরুল ইসলাম নয়ন প্রমূখ।


যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com