বকুল খান, মাদ্রিদ ঃ স্পেনের মাদ্রিদে ফ্যামিলি ডে এন্ড গেট-টুগেদার অনুষ্ঠিত। ২৬ আগষ্ট এ উপলক্ষ্যে স্পেন প্রবাসী বাংলাদেশীদের নিয়ে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে ও মনোরম পরিবেশে দিনব্যাপী মাদ্রিদে বিভিন্ন লোকালয় থেকে মধ্য দুপুরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পরিচিতজনরা রেতিরো পার্কে ফ্যামিলী নিয়ে জড়ো হন । পরিচিতি, কৌতুক, ছড়াসহ নানা মজার মজার আইটেম দিয়ে পুরো দিন মাতিয়ে রাখেন নবীন, প্রবীন প্রবাসীরা। অর্থনৈতিক মন্দা, সময় ও সুযোগ এর অভাবে দূরে কোথাও ভ্রমন বিলাস কমে আসলেও মাঝে মধ্যে এরকম ফ্যামিলী ডে এন্ড গেট-টুগেদার এর মতো সুন্দর এবং আনন্দ ধারক আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলেই। এ আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা ছাড়াও উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল কাইয়ুম পংকি, কমিউনিটি নেতা কামরুজ্জামান সুন্দর, মিজানুর রহমান বিপ্লব, মাওলানা আব্দুর রাজ্জাক, মলিটন ভুইয়া কচ,ি কাইয়ুম আহমেদ মাশুক, খায়রুজ্জামান জামান, ইসলাম উদ্দিন পংকি, নাজমুল ইসলাম নাজু, বদরুল ইসলাম, সুলতান আহমেদ, হাসান আহমেদ তৌহিদ, হাবিব আলী, শহীদুল আমিন ইকবাল, জগলু, মহিদ প্রমুখ। মহিলা নেতৃবৃন্দের মধ্যে উপ¯ি'ত ছিলেন, ফেরদৌসী কাইয়ুম বেবী, বিলকিস শ্যামল খান, তানিয়া খন্দকার , হাফসা বেগম, তানিয়া আহমেদ, ইসরাত জাহান, সেলিনা আক্তার, লিমা আক্তার, আফরোজা বেগম, রিহ্যান বেগম সহ আরো অনেকে।