Latest News

বার্সেলোনায় ইসলামী শিক্ষা কোর্স ২০১৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

এসবিএন : স্পেনের বার্সেলোনায় বাংলাদেশীদের দ্বারা পরিচালিত একমাত্র মসজিদ শাহ জালাল জামে মসজিদে ’ইসলামী শিক্ষা কোর্স ২০১৪’ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ৩১ আগষ্ঠ  রবি বার শাহ জালাল জামে মসজিদে কোরআন শিক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ¯'ান অধিকারীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা। ইসলামী শিক্ষা কোর্সের সমাপনী উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করা হয়। প্রবাসে ইসলামী শিক্ষার উপর গুর"ত্ব আরোপ করে  বক্তারা বলেন, ভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠা আমাদের নবপ্রজন্ম যদি ইসলামী শিক্ষাকে আত্ম¯' করতে পারে; তবে অপসংস্কৃতি থেকে মুক্তি আর পারিবারিক শাšি- বজায় থাকবে।  শাহ জালাল জামে মসজিদ পরিচলানা কমিটির সভাপতি আবু বাকার এর সভাপতিত্বে ও সদস্য এমদাদুল হক লাভলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী মফিজুল ইসলাম, কোষাধ্যক্ষ মুক্তার আহমদ, সদস্য আব্দুল বাছিত,  ইযযাল আহমদ, শিমুল আহমদ, মসজিদের ইমাম বশির আহমদ, মোহাম্মদ হালিম, ইলিয়াছ মিয়া, সিদ্দিক মিয়া, ইকবাল আহমদ জুনাইদ, হাফিজ শিমুল, আব্দুল হালিম, আব্দুল জব্বার প্রমুখ। এসময় ইসলামী শিক্ষা কোর্সে অংশগ্রহণকারীদের পাশাপাশি তাদের অভিভাবকবৃন্দও উপ¯ি'ত ছিলেন। পরে মুসলিম উম্মাহ’র কল্যাণ কামনা ও ইসলামী শিক্ষা কোর্সে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com