
এসবিএন ডেস্ক : জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল
আবেদনের রায় আগামীকাল (বুধবার) দেয়া হবে। বুধবারের কার্যতালিকার এক নম্বরে এই
মামলাটি রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ১৬ এপ্রিল প্রধান বিচারপতি মোঃ
মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ আপিল আবেদনটির রায়
যেকোনো দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন। দীর্ঘ পাঁচ মাস পর মামলারটির চূড়ান্ত
রায় হতে যাচ্ছে। গত বছরের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার
হোসাইন সাঈদীকে ট্রাইব্যুনাল ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। সাঈদীর
বিরুদ্ধে ২০টি অভিযোগের মধ্যে আটটি অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে ট্রাইব্যুনাল রায়ে
উল্লেখ করেন। এর মধ্যে দুটি অভিযোগে ফাঁসির আদেশ দেয়া হয়, আর ছয়টিতে দেয়া হয়নি কোনো দণ্ড। প্রমাণিত না হওয়ায় বাকি ১২টি অভিযোগ
থেকে অব্যাহতি দেয়া হয় আসামিকে। ট্রাইব্যুনালের রায়ে সাজা ঘোষিত না হওয়া ৬টি
অভিযোগে শাস্তির আর্জি জানিয়ে রাষ্ট্রপক্ষ আর সাঈদীর ফাঁসির আদেশ থেকে খালাস চেয়ে
আসামিপক্ষ আপিল করেন। গত বছরের ২৪ সেপ্টেম্বর থেকে এ মামলার আপিল শুনানি শুরু হয়।
মোট ৪৯ কার্যদিবসে শেষ হয় এ আপিল মামলার বিচারিক কার্যক্রম। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দায়ের করা এক মামলায় ২০১০ সালের
২৯ জুন গ্রেফতার হন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী। ওই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী
অপরাধের অভিযোগে আটক দেখানো হয় তাকে। ২০১০ সালের ২১ জুলাই থেকে ২০১১ সালের ৩০ মে
পর্যন্ত সম্পন্ন হয় তদন্ত কার্যক্রম।