সুফিয়ান
আহমদ,বিয়ানীবাজার
প্রতিনিধিঃ সব জল্পনা কল্পনার অবসান
ঘটিয়ে দীর্ঘপ্রতিক্ষার
পর কাল
শনিবার সম্মেলন
হচ্ছে বাংলাদেশ
জাতীয়তাবাদী দল বিএনপির বিয়ানীবাজার পৌরসভার
বহুল আকাংখিত
সম্মেলন।
বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে
হবে এ
সম্মেলন।
ইতোমধ্যে সম্পন্ন
হয়েছে সম্মেলনের
সব কার্যক্রম। আর
সম্মেলনকে ঘিরে জোর তৎপরতা চালিয়ে
যাচ্ছেন প্রার্থীরা। ইতিমধ্যে
তাদের প্রচার
প্রচারণা শেষ
হয়েছে।
এখন বাকি
শুধু ভাগ্য
নির্ধারণের পালা। কে হচ্ছেন
বিয়ানীবাজারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই প্রথম
পৌর বিএনপির
সভাপতি? এমন
প্রশ্ন পৌর
বিএনপিসহ উপজেলার
নেতাকর্মীদের। আর দলটি উপজেলায়
প্রতিষ্ঠা লাভের পর এই প্রথম
গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে
পৌর কমিটির
সম্মেলন হওয়ায় উৎফুল্ল
দলটির তৃণমুলসহ
সর্বস্তরের নেতাকর্মী। তাদের দাবি,যিনিই পৌর
বিএনপির সভাপতি
হোন না
কেন দলকে
চাঙ্গা এবং
রাজপথে আন্দোলনমুখী
করে তোলার
জন্য রাখবেন
গুরুত্বপূর্ণ ভুমিকা। আর শক্তিশালী
করবেন বিএনপি
ও অঙ্গসংগঠনকে।
দলীয়
সুত্রে জানা
যায়, শহীদ
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া
বাংলাদেশ জাতীয়তাবাদী
দল বিএনপি
১৯৭৮ সালে
প্রতিষ্ঠা লাভের পর থেকে রাজনৈতিক
সচেতন এলাকা
হিসেবে খ্যাত
বিয়ানীবাজারে ব্যাপক জনপ্রিয়তা পায়।
আর দলটিকে
স্থানীয় জনগণের
কাছে জনপ্রিয়
করে তুলেন
স্থানীয় কয়েকজন
গণ্যমান্য ব্যক্তিবর্গ। যারা তৎকালীন
সময়ে সর্বমহলে
সমাধৃত ছিলেন। তারা
হলেন যথাক্রমে,সাবেক বিয়ানীবাজার
সদর ইউনিয়ন
চেয়ারম্যান (বর্তমান পৌরসভা) কসবা গ্রামের
মরহুম সহিব
উদ্দিন, শ্রীধরা
গ্রামের
মরহুম আব্দুল লতিফ লতই মিয়া,
খাসা গ্রামের
আব্দুছ ছাত্তার
সেক্রেটারী ছাত্তার ,মুড়িয়া ইউপির হাফিজ
উদ্দিন ও
মুড়িয়ার বারুদা
গ্রামের মরহুম
মাসুক আহমদ। প্রতিষ্টালগ্নে
সহিব উদ্দিন
চেয়ারম্যানকে সভাপতি ও আব্দুল লতিফ
লতই মিয়াকে
সাধারণ সম্পাদক
করে দলটির
উপজেলা কমিটি
করে দেয়া
হয় কেন্দ্র
থেকে।
আর তারাই
বিয়ানীবাজারে প্রতিষ্ঠিত করে দেন বিএনপি
নামক দলটিকে। এরপর
আর পিছনে
ফিরে থাকাতে
হয়নি বা
স্থবির হয়নি
দলটির কোন
কার্যক্রম।
এমনকি শহীদ
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকান্ডেও বিন্দুমাত্র
ভাটা পড়েনি
দলটির কার্যক্রমে। হত্যাকান্ডের
প্রতিবাদের সবসময় রাজপথ গরম রাখতেন
উপজেলার নেতৃবৃন্দ। কোন
কিছুই তাদের
দাবাতে পারেনি। জনগণের
দাবী দাওয়া
আদায়ের লক্ষ্যেও
সব সময়
কেন্দ্রীয় কর্মসূচিগুলো স্থানীয় জনগণকে সাথে
নিয়ে পালন
করেছে উপজেলা
বিএনপি ও
এর অঙ্গসংগঠনের
নেতৃবৃন্দ।
এখনো পালন
করে যাচ্ছে
কেন্দ্রীয় কর্মসূচীগুলো। উপজেলা বিএনপির
সাথে ইউনিয়ন
বিএনপিও চাঙ্গা
এ উপজেলায়
। চাঙ্গা পৌর বিএনপিও।
পৌরসভায় বিগত
সময়ে কেন্দ্রীয়ভাবে
বিভিন্ন সময়ে
বিএনপির কমিটি
ঘোষণা করে
দেয়া হয।
সর্বশেষ ৩বৎসর পূর্বেও একইভাবে কমিটি
করে দেয়া
হয় নজরুল
ইসলামকে সভাপতি
ও মিজানুর
রহমান রুমেল
কে সাধারণ
সম্পাদক করে।
তাদের কমিটির মেয়াদ শেষ হলে
বিএনপি ঘরানার
ব্যবসায়ী ময়নুল
ইসলামকে আহবায়ক
করে পৌরসভায়
একটি কমিটি
করে দেয়া
হয় কেন্দ্র
থেকে।
আর ময়নুল
ইসলাম আহবায়ক
হওয়ার পর
পৌরসভার সব
নেতাকর্মীর মতামতের ভিত্তিতে প্রতিটি ওয়ার্ডের
কমিটি গঠন
করেন।
আর বাকী
তাকে শুধু
মাত্র পৌর
কমিটি।
পৌরসভার কমিটি
গঠনের লক্ষ্যে
বিএনপির দায়িত্বশীলদের
মতামত নিয়ে
সম্পূর্ণ গণতান্ত্রিক
প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে সম্মেলনের
সিদ্ধান্ত নেয়া হয়। আর
সেই সিদ্ধান্ত
অনুযায়ী কাল
শনিবার এই
প্রথম বিয়ানীবাজারে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে
পৌর বিএনপির
কমিটি গঠিত
হচ্ছে।
যার জন্য
উৎফুল্ল দলটির
সর্বস্তরের নেতাকর্মী। তারা এখন
শুধু নির্বাচিত
সভাপতিকে বরণ
করে নেয়ার
অপেক্ষায়।
এদিকে
বিয়ানীবাজার পৌর বিএনপির কালকের সম্মেলনকে
ঘিরে ইতোমধ্যে
শেষ হয়েছে
সব কার্যক্রম। এখন
শুধু বাকী
ব্যালটের মাধ্যমে
সভাপতি, সাধারণ
সম্পাদক ও
সাংগঠনিক সম্পাদক
নির্বাচিত করার পালা। আর
প্রার্থীরাও যে যেভাবে পারছেন ভোটারদের
কাছে টানার
চেষ্টা করছেন। জোর
তৎপরতা চালিয়ে
যাচ্ছেন নির্বাচিত
হওয়ার জন্য। তবে
শেষ পর্যন্ত
কে হচ্ছেন
পৌর বিএনপির
সভাপতি এটি
দেখার অপেক্ষায়
বিএনপির নেতাকর্মীরা। বিয়ানীবাজার
পৌর বিএনপির
সভাপতি পদে
প্রতিদ্বন্ধিতাকারীরা হলেন যথাক্রমে,
নজরুল ইসলাম,শাহাব উদ্দিন,হুমাযুন কবীর
আকিল ও
আবু নাসের
পিন্টু।
সাধারণ সম্পাদক
পদে মিজানুর
রহমান রুমেল
ও জসিম
উদ্দিন জুয়েল। আর
সাংগঠনিক সম্পাদক
প্রার্থী দু’
জনের নামই কবির আহমদ।
এব্যাপারে যোগাযোগ করা হলে পৌর
বিএনপির আহবায়ক
ময়নুল ইসলাম
সিলেটের কণ্ঠ
২৪ ডটকমকে
জানান, বিএনপি
একটি গণতান্ত্রিক
দল আমরা
সবসময় গণতান্ত্রিক
প্রক্রিয়ায় বিশ্বাসী। আর সেজন্য
আমরা গণতান্ত্রিক
প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমেই প্রার্থী
নির্ধারণের ব্যবস্থা করেছি। ইতোমধ্যে
পৌর বিএনপির
সম্মেলনের সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখন
শুধু ভোটের
জন্য অপেক্ষা। পৌরসভার
ওয়ার্ড কমিটির
নেতৃবৃন্দরাই তাদের নেতা নির্ধারণ করবেন। আমি
শুধু আমার
উপর অর্পিত
দায়িত্ব পালন
করেছি।