এসবিএন ডেস্ক . নিজের জীবনের নিরাপত্তা
চেয়ে গতকাল বুধবার বিয়ানীবাজার থানায়
সাধারণ ডায়েরী করেছেন দৈনিক শ্যামল সিলেট পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল সিলেটের
কণ্ঠ২৪ ডটকম এর বিয়ানীবাজার প্রতিনিধি সুফিয়ান আহমদ। জিডি দায়েরের পর বিয়ানীবাজার
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। জিডিতে সাংবাদিক সুফিয়ান উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন থেকে
বিয়ানীবাজার উপজেলায় সুনামের সহিত
সাংবাদিকতা করে আসছেন। সিলেটের জনপ্রিয় দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বিয়ানীবাজার
প্রতিনিধি ও স্থানীয় সাপ্তাহিক আগামী প্রজন্ম পত্রিকার ষ্টাফ রিপোর্টার হিসেবে
সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। গত কয়েকদিন থেকে তাহার পেশাগত কারণে ও বাড়ির
বাগ-বাটোয়ার নিয়ে মহল বিশেষ তাহার উপর ক্ষুদ্ধ এবং ক্ষতি সাধনের জন্য পায়তারা
করছে। প্রায় রাতে তাহার বসত বাড়ির চারদিকে কিছু
অপরিচিত লোক ঘোরাফেরা করে। এর জের ধরে গত ৩১শে আগষ্ট দিবাগত রাত আনুমানিক
২.৩০ মিনিটের সময় তাহার বসত ঘরের কলিংবেলে এসে কে বা কারা সুইচ টিপে এবং তাকে
ডাকতে থাকে। কলিংবেল ও ডাক শুনে তিনি ঘুম থেকে ওই দুর্বৃত্তরা সটকে পড়ে। তিনি তখন
বিষয়টি তার বাড়ির লোকজনকে অবহিত করলে তাদের সহযোগীতায় ওই দুর্বৃত্তদের খোঁজাখুজি
করলে তাদের আর পাওয়া যায়নি। এবিষয়টি নিয়ে তিনি আতংকিত এবং মানসিকভাবে চিন্তিত। তাই
ভবিষ্যতের কথা চিন্তা করে এবং নিজের জীবনের নিরাপত্তা চেয়ে বিয়ানীবাজার থানায়
সাধারণ ডায়েরী দায়ের করেন। এদিকে সাংবাদিক সুফিয়ান আহমদকে মানসিকভাবে হয়রানী ও প্রাণনাশের চেষ্টায় নিন্দা
জানিয়েছেন বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি সজীব ভট্টাচার্য,সাধারণ সম্পাদক মিলাদ মোঃ
জয়নুল ইসলাম,কোষাধ্যক্ষ হিরণ রোহী দাস,সাংবাদিক শরীফুল হক মনজু, সাংবাদিক জহির উদ্দিন,সাংবাদিক মাছুম আহমদ,সাংবাদিক ইকবাল হোসেন,
সাংবাদিক মনোয়ার লিটন,সাংবাদিক,মোহাম্মদ জসিম, সাংবাদিক শিপার আহমদ পলাশ প্রমুখ। প্রসঙ্গত, সম্প্রতি সময়ে তার লেখা কিছু খবর দৈনিক শ্যামল সিলেট পত্রিকা ও অনলাইন নিউজ
পোর্টাল সিলেটের কন্ঠ২৪ ডটকম এ ছাপা হওয়ার পর তা বিয়ানীবাজারে বেশ আলোড়ন সৃষ্টি
করে।