Latest News

বিয়ানীবাজার মাতিয়ে গেলেন ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু

সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার: ’এক আকাশ তাঁরা তুই একা গুণিস নে গুণতে দিস তুই কিছু মোরে,ওরে সব ভালো তুই একা বাসিসনে একটু ভালো ভাসতে দিস তুই মোরে...’ এরকম আরো জনপ্রিয় অনেক গান গেয়ে সুরের মূর্ছনায় বিয়ানীবাজারবাসীকে মাতিয়ে গেলেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা এলআরবি’র আইয়ুব বাচ্চু। বিয়ানীবাজার উপজেলার প্রাণকেন্দ্র পৌরশহরের পিএইচজি হাই স্কুল মাঠে হাজার হাজার দর্শকের উপছে পড়া স্রোতে তিনি তার জনপ্রিয় সবকটি গান গেয়ে শোনান। দর্শকরাও দেশের জনপ্রিয় এই ব্যান্ড তারকাকে এই ওপেন কনসার্টের মাধ্যমে কাছে পেয়ে সুরে সুর মিলিয়ে গানে ও নাচে মেতে উঠেন। মাঠের পাশ্ববর্তী বাসাবাড়িতে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। “বিশ্ব শান্তির জন্য গান” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে আন্তর্জাতিক সামাজিক সংগঠন মাষ্টারপিস বাংলাদেশ ও পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরীর যৌথ উদ্যোগে ২৮ সেপ্টেম্বর, বিকেলে এ ওপেন কনসার্টটি অনুষ্টিত হয়। পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরীর সেক্রেটারী আবু আহমেদ সাহেদের  সভাপতিত্বে  ও সাংবাদিক রাজু ওয়াহিদের পরিচালনায় আয়োজিত কনসার্টে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান  মুক্তিযোদ্ধা আতাউর রহমান খাঁন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাছিব মনিয়া, মাষ্টারপিস বাংলাদেশ এর প্রেসিডেন্ট ফয়জুল আলম সিমাল, এম্বেস্যাডর শফিকুল হক রিপন, কবি ফজলুল হক, শিক্ষক প্রিয়তোষ চক্রবর্তী।
কঠোর নিরাপত্তার মধ্যে আয়োজিত কনসার্টে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজী এম.এ.কাদির, জাসদ নেতা মজির উদ্দিন আনসার, শেরুজ্জামান জামাল, পিএচজি হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাছিব জীবন,বিয়ানীবাজার সরকারী কলেজের সাবেক জিএস ও বর্তমান যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামীলীগ নেতা ফারুকুল হক ফারুক, এডভোকেট আবুল কাশেম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিয়ানীবাজার পৌর শাখার নবনির্বাচিত সভাপতি আবু নাসের পিন্টু, অঅব্দুল বাছিত টিপু, সরোয়ার হোসেন, তাজ উদ্দিন কুটি, আওয়ামীলীগ নেতা গৌছ উদ্দিন খাঁন, এবাদ আহমদ, টিপু আহমদ, নান্নু আহমদ, অলক শর্মা, জাকির হোসেন,গোলাবশাহ কিশোর সংঘের সভাপতি আফজাল হোসেন সাজু,সাধারণ সম্পাদক আকবর হোসেন লাভলু প্রমুখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com