Latest News

কবিতা

ঘোষণা
আজিজুল হক মানিক

সবার দৃষ্টি এখন সভাটির দিকে
মানুষ ছুটছে
সমস্ত নগরবাসীর লক্ষ্য একটাই
ওরা ছুটছে;
ছুটছে বালাগঞ্জের কৃষক
ছুটছে বিশ্বনাথের যুবক
ছুটছে ফেঞ্চুগঞ্জের শ্রমিক
লক্ষ্যের কেন্দ্রস্থলে তাকিয়ে মনে হচ্ছে
আজকের জনতাকে ধরে রাখার মতো
কোনো ময়দান যেন নগরে নেই
কী চায় আজকের জনতা?
কেনো তারা ছুটছে আলীয়া মাদ্রাসা ময়দানে?
কী এমন অমোঘ বাণী ঘোষিত হবে
এখান থেকে
ইতিহাসের পেছনে ইতিহাস
অর্ধ শতাব্দীর পুঞ্জিভুত সমস্ত আবেগ আর উৎকণ্ঠায়
থরো থরো কম্পিত বুকে নিস্তব্ধ জনতা
সোনার মোড়ানো রাজপথ নয়
বহুতলা অট্টালিকার সুরম্য প্রাসাদ নয়
তবে কী চায় আজকের আসমুদ্র হিমাচল
জনতার সাগর
অমল ধবল চাকরি?
বিদেশ যাবার সোনালী পারমিট?
না সবের কিছুই চায়না এরা
তবে কী চায়?
ঘোষণা
ঘোষণা তো হররোজই হচ্ছে
মাইকের জ্বালায় এমনিতেই অস্থির
নগরবাসী
তবুও তারা ঘোষণা শুনতে চায়
শুভ্রতার পবিত্র পোষাক পরে
মঞ্চে উঠলেন নেত্রী
জনতার বুকের স্পন্দন যেন
বন্ধ হয়ে গেলো
নেত্রী কী ঘোষণা দেবেন?
যে ঘোষণার জন্য অপেক্ষায় ছিলেন
আমার পিতা;
এখন তার কবরে ঘাসের গালিচা
যে ঘোষণার জন্য আমার অগ্রজ
রাজপথে ঝরিয়েছে ঘামের অশ্রু
আজ কী নেত্রী শোনাবেন সেই অমর বাণী?
জনতার গভীর হৃদপিন্ডে ঘা দিয়ে
শুরু হলো নেত্রীর ভাষণ
দুধের বোতলে আটকানো উন্নয়নের
গৎবাধা ফিরিস্তি
ভয় আর উৎকণ্ঠায় বিমূঢ় জনতা
তবে কী ঘোষণা আসছেনা?
এই বুঝি শেষ হয়ে গেল নেত্রীর ভাষণ!
তবে কী আমাদের কমলালেবু
তার সুমিষ্টতা হারাবে সামান্য আমড়ার কাছে?
শেষ পর্যন্ত আমরা কী হেরে গেলাম?
নাকি শুরু হবে সিদ্ধান্তের নতুন পথে যাত্রা
লক্ষ জনতা যে বাণীটি শোনার জন্য
উৎকীর্ণতার অবগাহনে সময়ের মরুভূমি পার হয়ে
অবশেষে.....
জনতার সকল আবেগের ফেনিল সমুদ্রে
আছড়ে পড়লো সেই অমোঘ বাণী
নেত্রীর উচ্চারিত কণ্ঠের ধ্বনি প্রতিধ্বনি যেনো
মুহুর্তে ছড়িয়ে পড়লো সারা ময়দানে
হিল্লোলিত আনন্দের জোয়ার উঠলো
জনতার সমুদ্রে
মনে হলো যেনো যুদ্ধজয়ী সৈনিকেরা
আনন্দিত আবেগের সোনালী বুলেট ছুঁড়ে দিচ্ছে
অবারিত নীল আকাশে
আর প্রতিটি বুলেটে লেখা রয়েছে

বিভাগ ঘোষণার অমোঘ বাণী

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com