Latest News

হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করলে কেউ রেহাই পাবে না: প্রধানমন্ত্রী



এসবিএন ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিনা কারণে হরতালের নামে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করে মানুষ হত্যা, জ্বালাও পোড়াও মুল্যবান সম্পদ নষ্ট করলে প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নেয়া হবে সে যত বড় দলের এবং বড় মাপের নেতা হোন না কেন রেহাই পাবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঈঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন গতকাল(শনিবার) রাতে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ কার্যনির্বাহী সংসদের বৈঠকে বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের ইঙ্গিত দিয়ে তিনি একথা বলেন বৈঠকে একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন তারা বলেছেন, বৈঠকে পবিত্র হজ, কোরবানি ঈদ পুজার সময় হরতালের নামে কোনো ধরনের নৈরাজ্য করা হলে কঠোর হাতে দমন করার পরামার্শ দেন কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রী  বলেন, 'জামায়াতের হরতাল কেন? তারা কি সাঈদীর ফাঁসি হলে খুশি হতো? সাঈদীর রায়ে আমরাই তো খুশি না এটা আদালতের রায় মেনে নিয়েছি শেখ হাসিনা বলেন,'দেশে হরতালের নামে সহিংসতা করে আবারও কোনো মায়ের বুক খালি হোক, জ্বালাও পোড়াও মানুষের মুল্যবান সম্পদ নষ্ট হোক তা কোনোভাবে মেনে নেয়া হবে না

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com