Latest News

শাহ বাগে ফের জনতার ঢল



এসবিএন ডেস্ক: একটাই দাবি, সাঈদীর ফাঁসি’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাইসাঈদীর ফাঁসি চাই’, ‘দড়ি লাগলে দড়ি নে, সাঈদীর ফাঁসি দে’, ‘আমার মাটি আমার মা, পাকিস্তান হবে নাএমনি হাজারো স্লোগানে ফের মুখরিত হয়ে উঠেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর আপিলের রায় ঘোষণার আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। এর ফলে দীর্ঘদিন পর ফের জেগে উঠেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ রাজাকার দেলোয়ার হোসেন সাঈদীর আপিলের রায়কে কেন্দ্র করে আজ সন্ধ্যা ৬ থেকে জড়ো হতে শুরু করেন মঞ্চের নেতা-কর্মীরা। এতদিন নানা বিভেদ বা মতৈক্য থাকলেও আজকের এ সমাবেশের মাধ্যমে অলিখিতভাবে সম্মিলিত গণজাগরণ মঞ্চের যাত্রা শুরু হয়েছে। মতাদর্শ নিয়ে বিরোধের কারণে চলতি বছরের মার্চে গণ জাগরণ মঞ্চে ফাটল ধরে। ২ ভাগে বিভক্ত হয়ে নেতা-কর্মীরা একে অপরের বিপক্ষে কাঁদা ছোঁড়াছুড়ি করলেও তারা এ বিরোধ মিটিয়ে আজ সন্ধ্যায় একত্রে একই মঞ্চের নিচে জড়ো হয়েছেন বলে  নিশ্চিত করেছে উভয়পক্ষ। গণজারণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার  বলেন, ‘অনেক দিন পরে হলেও সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ দেলোয়ার হোসেন সাঈদীর আপিলের রায় সুবিবেচনা করে দেশ ও জাতির স্বার্থে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও গণজাগরণ একাংশের নেতা মেহেদী হাসান বলেন, ‘আমাদের মাঝে ভুল বোঝাবুঝি থাকলে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদীর মতো কুখ্যাত রাজাকারের ফাঁসি নিশ্চিত করা। দেশের সর্বোচ্চ আদালতের উপর আস্থা রয়েছে বলে জানিয়ে মেহেদী আরো বলেন, ‘আমরা মনে করি দেলোয়ার হোসেন সাঈদীর আপিলের রায় প্রত্যাখান করে ট্রাইবুনালের আদেশ বহাল রাখবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর রায় কার্যকর করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে। আজকের জমায়েতে গণজাগরণ মঞ্চের কর্মীদের পাশাপাশি এই অবস্থান কর্মসূচিতে সংহতি জানাবেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। গণজাগরণ মঞ্চে একটি সূত্র এমন তথ্য জানিয়েছেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com