এসবিএন ডেস্ক : স্পেনের স্বশাসিত কাতালোনিয়া রাজ্যের স্বাধীনতা প্রশ্নে গণভোট আয়োজন করা হবে কিনা তা নিয়ে দেশটির সংসদে ভোটাভুটির আয়োজন করা হচ্ছে। আগামী মঙ্গলবার এ বিষয়ে ভোট দেবেন সংসদ সদস্যরা।
কাতালোনিয়ার মুখ্যমন্ত্রী আর্তুর মাস ঘোষণা করেছেন, চলতি বছরের ৯ নভেম্বর তারা স্বাধীনতা প্রশ্নে গণভোট আয়োজন করবেন। ২০১৩ সালের জানুয়ারিতে কাতালোনিয়ার স্থানীয় সংসদে স্বাধীনতার বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন লাভ করেছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, কাতালোনিয়া অঞ্চলটি স্পেন থেকে আলাদা হয়ে যাওয়ার অধিকার রাখে। তবে স্পেনের কেন্দ্রীয় সরকার সব সময় কাতালোনিয়ার স্বাধীনতার বিরোধিতা করে আসছে। সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোই বলেছেন, কাতালোনিয়ায় স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজন করা হলে তা গোটা স্পেন এবং উত্তর-পূর্বাঞ্চলের জন্য অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। এ কারণে আগামী মঙ্গলবার কাতালোনিয়ায় স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের বিপক্ষে বেশিরভাগ সংসদ সদস্য ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে। সংসদে যে সিদ্ধান্তই হোক কাতালোনিয়ার স্বাধীনতাপন্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে। স্পেনের সবচেয়ে সমৃদ্ধ রাজ্য হচ্ছে কাতালোনিয়া। এখানকার অধিকাংশ অধিবাসীই মনে করেন, স্পেনের অর্থনীতিতে তাদের অবদান সবচেয়ে বেশি হলেও কেন্দ্রের পক্ষ থেকে তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। স্পেনের মোট সম্পদের এক পঞ্চমাংশ আসে কেবল এই কাতালোনিয়া থেকে। কাতালোনিয়াতে বাস করেন প্রায় ৭৬ লাখ মানুষ। স্পেনের মধ্যে হলেও সেখানকার মানুষ নিজস্ব কাতালান ভাষায় কথা বলেন৷ এই রাজ্যেই বার্সেলোনা শহর অবস্থিত এবং এই শহরটি তাদের বিখ্যাত ফুটবল ক্লাবের জন্য সুপরিচিত।