Latest News

মির্জা ফখরুলের বিরুদ্ধে মানহানির মামলা, তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ



এসবিএন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার তদন্ত  প্রতিবেদন দাখিল করতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছে আদালত। আজ (সোমবার) সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নূর-ই-আলম-সিদ্দিক মামলাটি দায়ের করেন। মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী বাদীর জবানবন্দি নেন। পরে দুপুরে শুনানি শেষে এক আদেশে তিনি মামলা সম্পর্কে প্রতিবেদন দাখিল  করতে পল্টন থানা পুলিশের প্রতি নির্দেশ দেন। ২৪ আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেছিলেন, “গতকাল (শনিবার) এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, খালেদা জিয়া, তারেক রহমান খুনি। ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের আন্দোলনকে তিনি খুনের আন্দোলন বলেছেন। আমরা বলতে চাই, সমগ্র জাতি জানে গণতান্ত্রিক আন্দোলনে নভেম্বর থেকে জানুয়ারি মাসে শেখ হাসিনার পেটোয়া বাহিনী প্রায় ৫ শতাধিক আন্দোলনরত নেতা-কর্মীকে র‌্যাব-পুলিশকে দিয়ে হত্যা করেছে। ৬৫ জনকে গুম করা হয়েছে। শেখ হসিনা নিজে খুনি, তার দল খুনের দল। শত শত নিরীহ তরুণের রক্তে তার হাত রঞ্জিত। মির্জা ফখরুলের ওই বক্তব্যে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে সামাজিক ও আন্তর্জাতিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। এ ধরনের মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে নূর-ই-আলম-সিদ্দিক মামলাটি করেছেন। সেই সঙ্গে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সুবিচার দাবি করেছেন বাদী।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com