সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার
ঃ
বিয়ানীবাজারের চারখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর সহায়তায় এক ডাকাতকে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ রাউন্ড গুলি ১টি দরজা ভাংগার সাবল, দা’ ডাকাতির আরো বেশ কয়েকটি সরঞ্জাম উদ্বার করে। এ সময় ডাকাতদের যাতায়াতে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকাও আটক করা হয়েছ। উপজেলার চারখই ইউনিয়নের নয়াগ্রামে
এ ঘটনাঘটে। এ ঘটনায় এমরান হোসেন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৩টায় উপজেলার চারখাই ইউনিয়নের নয়াগ্রামের
সৌদী প্রবাসীর বাড়িতে মুখোশধারী
একদল ডাকাত হানা দিয়ে ঘরের গ্রীল কেটে ভেতরে ঢুকার চেষ্টা করলে পরিবার সদস্যরা বিষয়টি টের পেয়ে মোবাইল ফোনের মাধ্যমে প্রতিবেশীদের জানালে স্থানীয় মসজিদ মাইকিং করা হয়। এ সময় এলাকাবাসী ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করে ডাকাতরা পরিস্থিতি
বেগতিক দেখে সুরমা নদী দিয়ে ইঞ্জিন নৌকা যোগে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এলাকাবাসী তাদের পিছু নিয়ে কানাইঘাট গাছবাড়ি এলাকা থেকে এক জনকে আটক করলেও বাকি আরো ১০/১২ জন পালিয়ে যায়। ধৃত ডাকাত জকিগঞ্জ উপজেলার শরীফাবাদের
আলাল উদ্দিনের পুত্র মিসবাহ উদ্দিন (২২)।
বিয়ানীবাজার
থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ গুলি উদ্ধার ও ডাকাতি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আটককৃত মিসবাহ উদ্দিনের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মিছবা উদ্দিনকে জিজ্ঞাসাবাদ
করলে সে তার সাথে থাকা ৩ জনের নাম উল্লেখ করেছে। তারা হলো: বিয়ানীবাজার থানার শিকারপুরগ্রামের মৃত রিয়াজ আলীর পুত্র আবুল কালাম (৩৮), জকিগঞ্জ থানার হেলাল মিয়ার পুত্র জাকির আহমদ (২৪) ও কানাইঘাটের
আলম মিয়া (৩৭) এবং অজ্ঞাতনামা আরো ৫ জন তার ছিল বলে সে জানায়। তার সহযোগীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।