Latest News

নুর হোসেনের সঙ্গী জামিনে ছাড়া পেলেন



এসবিএন ডেস্ক : কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার তিন মাসের কিছু বেশি সময় পর কারাগার থেকে মুক্ত হলেন নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গী খান সুমন। গত ১৮ আগস্ট উত্তর ২৪ পরগনার বারাসাতের জেলা ও দায়রা জজ খান সুমনকে জামিনের আদেশ দিলেও প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেয়ায় কারাগার থেকে ছাড়া পাচ্ছিলেন না তিনি। মঙ্গলবার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার পর কারাগার থেকে ছাড়া পান তিনি। খান সুমনের আইনজীবী অনুপ ঘোষ বুধবার জানিয়েছেন, জামিনের শর্ত পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র গতকাল জমা দিলে সন্ধ্যায় সুমনকে কারাগার থেকে ছাড়া হয়। ১৪ জুন রাতে রাতে কলকাতার দমদম বিমানবন্দরের কাছে বাগুইহাটি থানার কৈখালি এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে নূর হোসেন ও তার দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামানকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ পুলিশ বাহিনী।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com