Latest News

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে স্পেন বিএনপি’র আলোচনাসভা

সেলিম আলম, মাদ্রিদ: বিএনপি’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্পেন বিএনপি আলোচনা সভার আয়োজন করে। গত ১ সেপ্টেম্বর মাদ্রিদের ¯'ানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত এ সভায় বক্তারা গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা ও ভোটের অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাবার জন্য দেশে বিদেশে সকল জাতীয়তাবাদী শক্তির সৈনিকদের আহ্বান জানান। বক্তারা বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করে আরো বলেন, বহুদলীয় রাজনীতির প্লাটফরম ও গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় জিয়াউর রহমান যেভাবে সংগ্রাম চালিয়েছিলেন; বর্তমানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার সুযোগ্য সš-ান তারেক রহমানের  নেতৃত্বে আন্দোলন করে অবৈধ অগণতান্ত্রিক আওয়ামীলীগ সরকারের পতন ঘটাতে হবে। স্পেন বিএনপি’র সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম পঙ্কীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোখলেছুর রহমান দিদার, ইসলাম উদ্দিন পঙ্কী, আওয়াল খান, আব্দুল মোতালিব বাবুল, সোহেল ভূঁইয়া, হুমায়ূন কবির রিগ্যান, ছানুর মিয়া সাদ, মানিক বেপারী, আরিফ সরকার, ওয়াসিব আলী শাওন, শাকির"ল ইসলাম বেলাল প্রমুখ। সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন স্পেন বিএনপি’র নেতাকর্মীরা।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com