Latest News

সহযোগিতার খবর প্রত্যাখ্যান করল তেহরান



এসবিএন ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান বিবিসি থেকে প্রকাশিত এ খবরের সত্যতা অস্বীকার করেছে যে, ইরাকে তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বিরোধী যুদ্ধে ওয়াশিংটনকে সহযোগিতা করছে তেহরান। ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত গণমাধ্যম বিবিসি গতকাল (শুক্রবার) এক খবরে দাবি করেছিল, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইরাকে সামরিক অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে তার শীর্ষ কমান্ডারকে নির্দেশ দিয়েছেন। অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বিবিসি থেকে সম্প্রচারিত এ খবর প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়ে আফখাম বলেছেন, অসৎ উদ্দেশ্যে এ ভিত্তিহীন খবর প্রচার করা হয়েছে। এ ছাড়া, মার্কিন সরকার ইরাকে আইএসআইএলের অবস্থানে কথিত যে বিমান হামলা চালিয়েছে তারও কড়া সমালোচনা করেছে তেহরান। ইরান বলেছে, ইরাকে মার্কিন স্বার্থ হুমকিগ্রস্ত হওয়ার পরই কেবল ওয়াশিংটন উগ্র তাকফিরিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে; ইরাকের স্বার্থে নয়। এর আগে মার্কিন সরকারও ঘোষণা করেছে, আইএসআইএল বিরোধী যুদ্ধে ইরানের সঙ্গে সমন্বয়ের কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল গত জুন মাসে ইরাকের উত্তর ও পশ্চিমের একটি বড় অংশ দখল করে নেয়ার পর থেকে সন্ত্রাস বিরোধী যুদ্ধে বাগদাদের প্রতি সমর্থন ঘোষণা করে তেহরান। জুনে ইরাকে অনুপ্রবেশের আগে সিরিয়ার একটি বড় এলাকা নিয়ন্ত্রণ করত আইএসআইএল। ওই এলাকায় এখনো তাদের নিয়ন্ত্রণ রয়েছে। সিরিয়া ও ইরাকে নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় শিয়া, সুন্নি, কুর্দি, খ্রিস্টান  ইযাদি নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের ওপর ভয়াবহ গণহত্যা চালিয়েছে আইএসআইএল। তাদের হাতে এ পর্যন্ত নৃশংসভাবে নিহত হয়েছে হাজার হাজার বনি আদম। ইরাক সরকার অভিযোগ করেছে, সৌদি আরব ও কাতারসহ পারস্য উপসাগরীয় কয়েকটি দেশ আইএসআইএলকে অর্থ ও অস্ত্রসহ সব ধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। সৌদি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে আইএসআইএলের সম্পর্ক রয়েছে এবং ইহুদিবাদী ইসরাইলও এ গোষ্ঠীকে সহযোগিতা করছে বলে মনে করা হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com