এসবিএন ডেস্ক : নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে। তবে বৈঠকের স্থান কাল এখনো চূড়ান্ত হয়নি। এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। শনিবার
সন্ধ্যায়
বিষয়টি
নিশ্চিত করেছেন পররাষ্ট্র সচিব
মো.
শহীদুল
হক। এর
আগে
দুপুরে
তিনি
সাংবাদিকদের
জানান,
জাতিসংঘ
সাধারণ
পরিষদের
অধিবেশনে
যোগ
দিতে
প্রধানমন্ত্রী
শেখ
হাসিনা
২১
সেপ্টেম্বর
নিউইয়র্ক
যাবেন।
১৬
সেপ্টেম্বর
থেকে
শুরু
হবে
সাধারণ
পরিষদের
৬৯তম
অধিবেশন।
এর
এক
ফাঁকে
নরেন্দ্র
মোদির
সঙ্গে
তার
বৈঠক
হতে
পারে। বৈঠকটি
হলে
গত
মে
মাসে
ভারতের
পঞ্চদশ
প্রধানমন্ত্রী
হিসেবে
শপথ
নেয়ার
পর
এটিই
হবে
শেখ
হাসিনার
সঙ্গে
মোদির
প্রথম
বৈঠক।
নিউইয়র্ক
ছাড়াও
আগামী
নভেম্বরে
নেপালে
দুই
প্রধানমন্ত্রীর
সাক্ষাতের
কথা
রয়েছে।
ওই
সময়
তারা
দুজন
সার্ক
শীর্ষ
সম্মেলনে
যোগ দেবেন।