Latest News

অধ্যক্ষ ননী গোপাল রায় লাঞ্জনার প্রতিবাদে লন্ডনে আলতাব আলী পার্কে সভা কাল

এসবিএন ডেস্ক: স্বনামধন্য অধ্যক্ষ ননী গোপাল রায়কে লাঞ্জনার প্রতিবাদে আগামীকাল ১ অক্টোবর বুধবার বিকাল ৪টায় লন্ডনের আলতাব আলী পার্কে প্রতিবাদ সভা ডেকেছেন সিলেট এমসি কলেজ ও  মৌলভীবাজার সরকারী কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর মাধ্যমে এ প্রতিবাদ সভার আহ্বান করেন তারা। উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের মখলিছুর রহমান কলেজের পরিচালনা পরিষদের সভায় ঐ কলেজের অধ্যক্ষ হিসেবে ৪ বছর ২ মাসের অর্ধেক  ও চলতি ৫ মাসের পাওনা সম্মানী চাইলে ঐ কলেজের পরিচালনা কমিটির সভাপতি, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি এমএ রহিম শহীদ ও তার ছোট ভাই  কলেজ পরিচালনা কমিটির সদস্য মুজিবুর রহমান কর্তৃক অধ্যক্ষ ননী গোপাল রায়  শারীরিক নির্যতানের শিকার হোন। প্রিয় শিক্ষক লাঞ্জনার  ঘটনায় তাঁর প্রাক্তন ছাত্র ছাত্রীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com