এসবিএন ডেস্ক: স্বনামধন্য অধ্যক্ষ ননী গোপাল রায়কে লাঞ্জনার প্রতিবাদে আগামীকাল ১ অক্টোবর বুধবার বিকাল ৪টায় লন্ডনের আলতাব আলী পার্কে প্রতিবাদ সভা ডেকেছেন সিলেট এমসি কলেজ ও মৌলভীবাজার সরকারী কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর মাধ্যমে এ প্রতিবাদ সভার আহ্বান করেন তারা। উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের মখলিছুর রহমান কলেজের পরিচালনা পরিষদের সভায় ঐ কলেজের অধ্যক্ষ হিসেবে ৪ বছর ২ মাসের অর্ধেক ও চলতি ৫ মাসের পাওনা সম্মানী চাইলে ঐ কলেজের পরিচালনা কমিটির সভাপতি, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি এমএ রহিম শহীদ ও তার ছোট ভাই কলেজ পরিচালনা কমিটির সদস্য মুজিবুর রহমান কর্তৃক অধ্যক্ষ ননী গোপাল রায় শারীরিক নির্যতানের শিকার হোন। প্রিয় শিক্ষক লাঞ্জনার ঘটনায় তাঁর প্রাক্তন ছাত্র ছাত্রীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।