এসবিএন
ডেস্ক : পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগের ওপর নতুন চাপ সৃষ্টি করে তেহরিকে
ইনসাফ দলের নেতা ইমরান খান বলেছেন, পাঁচ দফা দাবি মানা না হলে
প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আদালতে তোলা হবে। তিনি বলেন, জাতীয় সংসদের ফ্লোরে দাঁড়িয়ে
নওয়াজ শরীফ পিটিআই, পিএটি
এবং সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা কথা বলেছেন এবং এজন্য আদালত তাকে অযোগ্য ঘোষণা
করতে পারে। ডি-চকে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া লোকজনের উদ্দেশে দেয়া বক্তৃতায়
ইমরান খান এসব কথা বলেছেন। তিনি বলেন, সরকারের পক্ষে আলোচক দল গণমাধ্যমকে
বলেছে, পিটিআই’র পাঁচ দফা দাবি মেনে নেয়া
হয়েছে কিন্তু তারা লিখিতভাবে তারা কিছু জানাচ্ছেন না। ইমরান খান আরো বলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের
পাকিস্তান সফর নিয়েও নওয়াজ শরীফ দেশের জনগণকে মিথ্যা কথা বলেছেন। আসলে চীনা
প্রেসিডেন্টের পাকিস্তান সফরের কথা ছিল না; তিনি শুধু সফরে আসার কথা বিবেচনা
করছিলেন। তথ্যমন্ত্রী ইসহাক দারের বিরুদ্ধেও মিথ্যা বলার অভিযোগ আনেন ইমরান খান।