Latest News

ছাত্রদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বিয়ানীবাজারে ছাত্রদলের আনন্দ মিছিল



সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট জেলা মহানগর এর নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে এক আনন্দ মিছিল করেছে বিয়ানীবাজার উপজেলা, পৌর কলেজ ছাত্রদল মিছিলটি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্তানীয় পোষ্ট অফিস মোড়ে এক পথসভার মাধ্যমে শেষ হয় উপজেলা ছাত্রদল নেতা ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য সচিব ছাত্রনেতা বি হোসেন বাবলু সভাপতিত্বে উপজেলা ছাত্রদল নেতা মাহবুবুর রহমান কলেজ ছাত্রদল নেতা এম আলমের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা রাজন আহমদ, কামরুজ্জামান, জাবের মাহমুদ তাপাদার, হাছান খান, বাবর হোসেন, সৈয়দ তারেক, ফরিদ আহমদ, আমিন, শাহিন, লিটন, ফরহাদ হোসেন, অহিদ আহমদ, মায়দুল ইসলাম, আজাদ, সাহেদ আহমদ, মছরুর আহমদ পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা সৌরভ আহমদ, সুফিয়ান হোসেন, কবির আহমদ,, মাছুম রাহেল, আব হোসেনু, আফজল হোসেন, পৌর ছাত্রদল নেতা নূর উদ্দিন, খালেদ আহমদ, কামাল, টিপু, পাভেল, জহিরুল, জাকির, সাহেদ, নিয়াজুল কলেজ ছাত্রদল নেতা ছালেহ আহমদ, সাহেদ আহমদ, খালেদ, মুজাক্কির, আবু সাঈদ, সুমন, আকতার, হানিফ, সাজন, রাফি, রানা, তুহিন, সুফিয়ান আহমদ, খালেদুর রহমান, জাকারিয়া পাপ্পু প্রমুখ পথসভায় বক্তারা সিলেট জেলা ছাত্রদল নবগঠিত কমিটির সভাপতি সাঈদ আহমদ এর মুক্তির দাবী সহ জেলা কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান বক্তারা বলেন, ছাত্রদল একটি শান্তিপূর্ণ একটি ছাত্রসংগঠন আমাদের তথা বিএনপি কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার যদি বাঁধা প্রদান করে তাহলে কঠোর হস্তে তা দমন করা হবে বলে তারা হুশিয়ারি উচ্চারণ করেন

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com