Latest News

দেহ ব্যবসার অভিযোগে এবার নায়িকা শ্বেতা গ্রেফতার

এসবিএন ডেস্ক  : ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদের ঝড় থামতে না থামতেই দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগে দিব্যশ্রী নামের তেলুগু অভিনেত্রীকে গ্রেফতার করেছে পুলিশবি টেক বাবুছবির অভিনেত্রীকে গুনতুর এর একটি বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ

ভারতের প্রভাবশালী পত্রিকার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে পুলিশ বাড়িটিতে হানা দেয় এবং সেখান থেকে দিব্যশ্রী ছাড়াও আরো বেশ কয়েকজন জনপ্রিয় মডেল অভিনেত্রীকে গ্রেফতার করে পুলিশ এতে আরো বলা হয়েছে এই স্ক্যান্ডালের সঙ্গে বিখ্যাত খেলোয়াড় এবং ব্যবসায়িরাও জড়িত রয়েছেন এর আগে গ্রেফতার হওয়া জাতীয় পুরস্কার বিজয়ী শ্বেতা বসুকে বর্তমানে নারী পুর্নবাসন কেন্দ্রে রাখা হয়েছে তিনি সেখান থেকেই মিডিয়ার কাছে দেহব্যবসায় জড়িতদের নাম প্রকাশের হুমকি দেন তিনি এও অভিযোগ করেন, দক্ষিণের অনেক অভিনেত্রীই দেহব্যবসায় সঙ্গে জড়িত

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com