এসবিএন ডেস্ক : ফ্রান্সে পরিচালিত
সর্বসাম্প্রতিক জনমত জরিপে
দেখা গেছে, দেশটির দুই-তৃতীয়াংশ
মানুষ প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের
পদত্যাগ চান।
ফ্রান্সের উচ্চ বেকারত্বের হার
সামাল দিতে যখন প্যারিস
হিমশিম খাচ্ছে তখন এ
জরিপের ফল প্রকাশিত হলো। প্যারিস-ভিত্তিক
জনমত জরিপ সংস্থা আইএফওপি
গত
৮
ও
৯
সেপ্টেম্বর এ জরিপ
চালায়। ১,০০২
জন পূর্ণবয়স্ক ফরাসি নাগরিকের
ওপর পরিচালিত এ জরিপে
দেখা গেছে, এদের শতকরা
৬২
জন
চান ২০১৭ সালে মেয়াদ
শেষ হওয়ার আগেই ওলাঁদ
পদত্যাগ করুন।
শতকরা ৫৪ ভাগ ফরাসি
নাগরিক দাবি জানিয়েছেন, প্রেসিডেন্ট
ওলাঁদ ফ্রান্সের পার্লামেন্ট ভেঙে
দিন। এ
ছাড়া, শতকরা ৪১ ভাগ
মানুষ বলেছেন, দেশের সমস্যা
সমাধানে ব্যর্থ প্রধানমন্ত্রী ম্যানুয়েল
ভ্যাল্সকে সরিয়ে দেয়া
উচিত। প্রেসিডেন্ট
ফ্রাঁসোয়া ওলাঁদ এরই মধ্যে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে
অজনপ্রিয় ফরাসি প্রেসিডেন্টে পরিণত
হয়েছেন। এ
ছাড়া, প্রধানমন্ত্রী ভ্যাল্স
দায়িত্ব হাতে নেয়ার মাত্র
পাঁচ মাসের মাথায় জনগণ
তাকে সরিয়ে দেয়ার জোর
দাবি জানাচ্ছে।
দুই বছর আগে ওলাঁদ
প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার
পর
থেকে ব্যাপক রাজনৈতিক ও
অর্থনৈতিক সংকটে পড়ে ইউরোপের
দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ
ফ্রান্স। গত
১৪
আগস্ট প্যারিস ঘোষণা করে,
চলতি বছরের পাশাপাশি আগামী
অর্থ-বছরের জন্য পরিকল্পিত
প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব
হবে না।
এ
ছাড়া, টানা নয় মাসের
মতো ফ্রান্সে কর্মক্ষম বেকার
মানুষের সংখ্যা বেড়েছে। জুলাই মাসে
ফ্রান্সে বেকার মানুষের সংখ্যা
ছিল ৩৪,২৪,০০০।