Latest News

ফ্রান্সের দুই-তৃতীয়াংশ মানুষ প্রেসিডেন্ট ওলাঁদের পদত্যাগ চান: জরিপ



এসবিএন ডেস্ক : ফ্রান্সে পরিচালিত সর্বসাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, দেশটির দুই-তৃতীয়াংশ মানুষ প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের পদত্যাগ চান ফ্রান্সের উচ্চ বেকারত্বের হার সামাল দিতে যখন প্যারিস হিমশিম খাচ্ছে তখন জরিপের ফল প্রকাশিত হলো প্যারিস-ভিত্তিক জনমত জরিপ সংস্থা আইএফওপি গত সেপ্টেম্বর জরিপ চালায় ,০০২  জন পূর্ণবয়স্ক ফরাসি নাগরিকের ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, এদের শতকরা ৬২ জন চান ২০১৭ সালে মেয়াদ শেষ হওয়ার আগেই ওলাঁদ পদত্যাগ করুন শতকরা ৫৪ ভাগ ফরাসি নাগরিক দাবি জানিয়েছেন, প্রেসিডেন্ট ওলাঁদ ফ্রান্সের পার্লামেন্ট ভেঙে দিন ছাড়া, শতকরা ৪১ ভাগ মানুষ বলেছেন, দেশের সমস্যা সমাধানে ব্যর্থ প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যাল্সকে সরিয়ে দেয়া উচিত প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এরই মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে অজনপ্রিয় ফরাসি প্রেসিডেন্টে পরিণত হয়েছেন ছাড়া, প্রধানমন্ত্রী ভ্যাল্ দায়িত্ব হাতে নেয়ার মাত্র পাঁচ মাসের মাথায় জনগণ তাকে সরিয়ে দেয়ার জোর দাবি জানাচ্ছে দুই বছর আগে ওলাঁদ প্রেসিডেন্টের  দায়িত্ব নেয়ার পর থেকে ব্যাপক রাজনৈতিক অর্থনৈতিক সংকটে পড়ে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ফ্রান্স গত ১৪ আগস্ট প্যারিস ঘোষণা করে, চলতি বছরের পাশাপাশি আগামী অর্থ-বছরের জন্য পরিকল্পিত প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে না ছাড়া, টানা নয় মাসের মতো ফ্রান্সে কর্মক্ষম বেকার মানুষের সংখ্যা বেড়েছে জুলাই মাসে ফ্রান্সে বেকার মানুষের সংখ্যা ছিল ৩৪,২৪,০০০

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com