এসবিএন ডেস্ক : বিএনপির সিনিয়র
ভাইস চেয়ারম্যান তারেক রহমান
ও
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে
৫০০ কোটি টাকার মানহানি
মামলা দায়ের করা হয়েছে।
আজ
(সোমবার) সকালে আওয়ামী লীগের
সমর্থক জননেত্রী পরিষদের সভাপতি
এ
বি
সিদ্দিক ঢাকার মুখ্য মহানগর
হাকিমের আদালতে এ মামলাটি
দায়ের করেন।
মহানগর হাকিম এহসান উল্লাহর
আদালত মামলাটি গ্রহণ করে
রাজধানীর পল্টন থানার ওসিকে
বিষয়টি অনুসন্ধান করা এবং
আগামী ১০ অক্টোবরের মধ্যে
প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। মামলার অভিযোগে বলা
হয়েছে, গত ২৪ আগস্ট
লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির
একটি অনুষ্ঠানে তারেক রহমান
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
‘কুলাঙ্গার নেত্রী’ আখ্যায়িত
করেছেন। অন্যদিকে
ফখরুল ইসলাম এক সভায়
বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান স্বাধীনতা ঘোষণা দেননি
এবং ৭ মার্চের ভাষণে
তিনি জয় পাকিস্তান বলেছেন।
এ ধরনের বক্তব্যে
বাদি স্বয়ং ও দল
হিসেবে আওয়ামী লীগের ৫০০
কোটি টাকার মানহানি হয়েছে
বলে মামলার আর্জিতে দাবি
করা হয়েছে। মানহানির
এ
মামলা প্রসঙ্গে সুপ্রিম কোর্টের
আইনজীবী এবং বিএনপি’র
কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাসুদ
আহমেদ তালুকদার রেডিও তেহরানকে
জানান, মামলার বাদী এবি
সিদ্দিক এর আগেও এরকম
ভুয়া মামলা করেছে এবং
তা
আইন অনুযায়ী খারিজও হয়ে
গেছে। তিনি আরো বলেন,
এ
মামলা মহানগর আদালত গ্রহণ
করার মধ্য দিয়ে প্রমাণ
হচ্ছে সরকারী দল আইন
আদালত ব্যবহার করে রাজনীতিকে
নিয়ন্ত্রণ করতে চায়। এ প্রসঙ্গে
বিশিষ্ট সমাজ চিন্তাবিদ জনাব
ফরহাদ মজহার বলেন, রাজনৈতিক
বা
ইতিহাস সংক্রান্ত বিষয় আদালতে
টেনে এনে আদালতকেই বরং
বিতর্কিত করা হয়। এতে শাসক
গোষ্ঠীর দুর্বলতাও ফুটে ওঠে। বিশিষ্টজনেরা মনে করেন,রাজনৈতিক
বিতর্কের জবাব রাজনৈতিক বক্তব্য
দিয়েই দেয়া উচিত। তাকে আদালতের
মাধ্যমে সমাধান করতে গেলে
রাজনৈতিক জটিলতাই বৃদ্ধি পায়।