এসবিএন
ডেস্ক : আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংবিধান পরিবর্তন করে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে যাচ্ছে এটা সঠিক নয়। সব ক্ষমতা প্রেসিডেন্টের হাতেই থাকছে। তিনি বলেন, অভিশংসন আর অপসারণ এক কথা নয়।
মঙ্গলবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত সেন বলেন, এখন বিচারপতিদের বিচার বিচারপতিরাই করেন। এ আইন পাস হলে
মঙ্গলবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত সেন বলেন, এখন বিচারপতিদের বিচার বিচারপতিরাই করেন। এ আইন পাস হলে
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের থাকছে না। আইনের মাধ্যমে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি বিচারপতিদের অসদাচরণ ও অসামর্থ্যের ব্যাপারে যে রিপোর্ট দেবে তার ওপর ভিত্তি করে সংসদে সেই প্রস্তাব দুই তৃতীয়াংশ ভোটে গৃহীত হলে তা প্রেসিডেন্টের কাছে যাবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর কথা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সুরঞ্জিত সেন বলেন, সংবিধানের ষোড়শ সংশোধন বিল-২০১৪-তে যে প্রস্তাবনা আছে সেটা বাদ দেয়া হবে। কেননা সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিলে কোন প্রস্তাবনা ছিল না।