Latest News

মক্কায় দেয়াল ধসে ৫ শ্রমিক নিহত


এসবিএন: সৌদি আরবের মক্কা নগরীতে নির্মাণাধীন দেয়াল ধসে জন শ্রমিক নিহত হয়েছে তবে তাদের পরিচয় জানা যায়নি বুধবার জেবেল কাবা প্রজেক্টের একটি দেয়াল ধসে দুর্ঘটনা ঘটে জানা গেছে, সম্প্রতি পানি ধরে রাখার জন্য দেয়ালটি নির্মাণ করা হয়েছিল সৌদি বেসামরিক নিরাপত্তা বিভাগ তথ্য নিশ্চিত করে জানান, নিরাপত্তাকর্মীরা অন্যান্য শ্রমিকদের সহযোগিতায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করে বালি এবং কংক্রীটের নিচে চাপা পড়া লাশগুলো উত্তোলন করছেন তবে নিহতরা কোন দেশের নাগরিক সে সম্পর্কে কিছুই জানা যায়নি নিরাপত্তা বিভাগ জানিয়েছে, কেন ওই ১৫ মিটার উচ্চতার পানি ধারণকারী দেয়াল ধসে পড়লো তা তদন্ত করে দেখা হচ্ছে হজের মওসুমে মক্কায় ব্যাপক নির্মাণকাজ চলছে এছাড়াও চলছে কাবা শরীফের সম্প্রসারণ কাজ অন্যদিকে হাজীদের আবাসন সংকট দূর করার জন্যও বিভিন্ন নির্মাণ কাজ চালানো হচ্ছে

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com