Latest News

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ফ্রান্স বিএনপি’র একাংশ

লুৎফুর রহমান বাবু, প্যারিস: আওয়ামীলীগের দু:শাসনের বির"দ্ধে দেশে বিদেশে জাতীয়তাবাদী শক্তির ঐক্য অটুট রাখতে হবে। বিএনপি’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ফ্রান্স বিএনপি (একাংশ) এর নেতৃবৃন্দ এ কথাগুলো বলেন। গত ৭ সেপ্টেম্বর প্যারিসের গান্ধিমহল রেষ্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা এমএ তাহের। অনুষ্ঠানের শুর"তেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও বিএনপি’র দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। হাজি হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এইচ এম এ রহিম, হেনু মিয়া, হাজি জালাল খান, কবির হোসেন  পাটোয়ারি, রেজাউল করিম, আজিজুর রহমান, সাইফুল ইসলাম, শ্যামল দাস, তারেক আহমদ তাজ প্রমুখ। সভায় উপ¯ি'ত ছিলেন রশিদ পাটোয়ারি,অমর গাজি,মাসুদুর রহমান,বাপ্পি,জুনেদ আহমদ,আব্দুর রহিম,তানবির আহমদ তুহিন,ওয়ায়িকুর রহমান,মারুফ হুসেন মুন্না,দেলোয়ার হোসেন,আব্দুল কুদ্দুস,মো আইয়ুব আজমল হোসেন  প্রমুখ। অনুষ্ঠান চলাকালীন সময়ে ফ্রান্স বিএনপি’র অপর অংশের কমিটি ঘোষণার খবর এলে নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করে। এসময় বক্তারা তাদের বক্তব্যে বিএনপি’র অপর অংশকে দালাল ও রাজাকার বলে অভিহিত করেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com