এসবিএন ডেস্ক : বাংলাদেশের অভ্যন্তরে
যে রাজনৈতিক সংকট চলছে তার সমাধানে দেশের বড় রাজনৈতিক দলগুলোকে আলাপ-আলোচনায় বসার
কথা বললেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আবে বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত গত ৫
জানুয়ারির নির্বাচনে দেশের শীর্ষ রাজনৈতিক দলসহ অনেকগুলো দল অংশ নেয়নি, তা সম্পর্কে জাপান অবগত রয়েছে। শনিবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে দুই দিনের সফররত জাপানের
প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়ার বৈঠক শেষে দলটির ভাইস-চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী সাংবাদিকদের এসব
কথা বলেন। জাপানের প্রধানমন্ত্রীর
বরাত দিয়ে শমসের মুবিন বলেন, দেশের
জনগণ ও আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য হবে এমন একটি সংলাপ দেখতে চায় জাপান।
যাতে করে রাজনৈতিক সংকটের অবসান ঘটে। জাপানের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বলেন, বাংলাদেশের মতো একটি বৃহৎ
গণতান্ত্রিক দেশে গণতন্ত্র, আইনের
শাসন ও মানবাধিকার রক্ষা অপরিহার্য। বাংলাদেশ
গণতন্ত্র, আত্ম-সামাজিক
ও সমমর্যাদার ভিত্তিতে উন্নয়নে একমত হয়েছে বলেও উল্লেখ করেন জাপানের প্রধানমন্ত্রী। এর আগে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে
সন্ধ্যা পৌনে ৭টায় হোটেল সোনারগাঁওয়ে পৌঁছেন খালেদা জিয়া। বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের
ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, চেয়ারপারসনের
উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবি উদ্দিন আহমেদ প্রমুখ। উল্লেখ্য, শনিবার
দুপুর ১২টা ৫০ মিনিটে জাপানের প্রধানমন্ত্রী সস্ত্রীক রাষ্ট্রীয় সফরে ঢাকার হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে
অভ্যর্থনা জানান। এরপর
বিমানবন্দরেই শিনজো আবেকে রাষ্ট্রীয়ভাবে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার
দেয়া হয়।